জাফর ইকবালের উপর হামলা: লন্ডনে প্রতিবাদ
ডেইলিইউকেবাংলাডটকম।। অধ্যাপক ডক্টর মুহাম্মদ জাফর ইকবালকে প্রাণ নাশের উদ্দেশ্যে বর্বর হামলার প্রতিবাদে এবং সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির রাজনীতি বন্ধের দাবিতে ৭ মার্চ বুধবার লন্ডনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
লন্ডনের প্রগতিশীল সংগঠনসমূহের উদ্যোগে বুধবার বিকেলে আলতাব আলী পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশে মুক্তিযোদ্ধা, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ও যুব সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে যুক্তরাজ্যের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ যুব ইউনিয়ন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ, ডক্টরস এসোসিয়েশন বাংলাদেশ, সেক্যুলার বাংলাদেশ মুভম্যান্ট। প্রতিবাদী সংহতি সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রফিকুল হাসান খান জিন্নাহ। প্রতিবাদ সমাবেশে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন লোকমান হুসাইন হোসেন, মাহমুদ এ রউফ, হাবিব রহমান, আমান উদ্দিন, ময়নুল রহমান বাবুল, সৈয়দ আবুল মনসুর লিলু, হারুনুর রশিদ, হামিদ মোহাম্মদ, হারুন অর রশীদ, নিছার আহমদ, ইঞ্জিনিয়ার ইফতারুল ইসলাম, মতিয়ার চৌধুরী, আফতাব হোসেন, আনসার আহমেদ উল্লাহ, মোহাম্মদ শাহিদ আলী, সৈয়দ রকিব আহমদ, এডভোকেট ইউসুফ শেখ, মোহাম্মদ আব্দুল হাদী, আসাদুল হক আজাদ, রেদওয়ান খান, ফখরুল ইসলাম, তানভীর আহমেদ, নাজনীন সুলতানা শিখা, পুষ্পিতা গুপ্ত, স্মৃতি আজাদ, শিপলু রহমান, শাহরিয়ার বিন আলী, ইফতেখারুল হক পপলু, অসীম চক্রবর্তী, এনামুল হক যুবের, পিযুস কুরী, সুজিত দাস, সুমন দাস, সিনথিয়া আরেফিন, অতীশ দীপঙ্কর, টুটুল ভৌমিক, বিশ্বজিৎ রায় অপু প্রমুখ।
প্রতিবাদী সমাবেশ থেকে বক্তারা আটককৃত জাফর ইকবালের ঘাতক খুনির দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার হোতা মৌলবাদী অপশক্তিকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সাথে সমাবেশ থেকে অবিলম্বে ধর্মান্ধ মৌলবাদী রাজনৈতিক দল নিষিদ্ধ এবং তাদের সকল ধরনের অশুভ অপতৎপরতা বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানানো হয়।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী