লন্ডনে গুলিবিদ্ধ হয়ে ১৯ বছরের কিশোর নিহত
ডেইলিইউকেবাংলাডটকম।। লন্ডনের উডগ্রীন এলাকায় সিনামার প্রবেশ পথে গুলিবিদ্ধ হয়ে ১৯ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এটি লন্ডনে এ বছরে গুলিবিদ্ধ হয়ে নিহতের প্রথম ঘটনা। বুধবার মধ্যরাতে সিনামা হলের বাইরে এই ঘটনা ঘটে। গুলির শব্দকে অনেকে ফায়ার ওয়ার্ক ভাবলেও পরিবর্তীতে দেখা যায় কিশোর গুলিবিদ্ধ হয়েছে।
খবর পাওয়ার সাথে সাথে আর্ম পুলিশ ঘটনা স্থলে পৌছায়। তারা সেখানে গিয়ে গুলিবিদ্ধ কিশোরকে পায়।
প্যারামেডিক্স টিম তাকে দ্রুত সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে নিলেও কিছুক্ষন পর সে মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সে হাই রোডস্থ ভূ-সিনামার বাইরে বন্ধুদের সাথে থাকা অবস্থায় আক্রান্ত। আক্রান্ত হওয়ার পর সাথে বন্ধুরা তাকে বাঁচাতে চিৎকার করতে থাকে।
গুলিবিদ্ধ হয়ে নিহত কিশোরকে নিয়ে এ পর্যন্ত শুধু লন্ডনে ১৭ কিশোর নিহত হয়েছে ছুরিকাঘাত কিংবা গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রয়েছে।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা