লন্ডনে গুলিবিদ্ধ হয়ে ১৯ বছরের কিশোর নিহত

ডেইলিইউকেবাংলাডটকম।। লন্ডনের উডগ্রীন এলাকায় সিনামার প্রবেশ পথে গুলিবিদ্ধ হয়ে ১৯ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এটি লন্ডনে এ বছরে গুলিবিদ্ধ হয়ে নিহতের প্রথম ঘটনা। বুধবার মধ্যরাতে সিনামা হলের বাইরে এই ঘটনা ঘটে। গুলির শব্দকে অনেকে ফায়ার ওয়ার্ক ভাবলেও পরিবর্তীতে দেখা যায় কিশোর গুলিবিদ্ধ হয়েছে।
খবর পাওয়ার সাথে সাথে আর্ম পুলিশ ঘটনা স্থলে পৌছায়। তারা সেখানে গিয়ে গুলিবিদ্ধ কিশোরকে পায়।
প্যারামেডিক্স টিম তাকে দ্রুত সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে নিলেও কিছুক্ষন পর সে মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সে হাই রোডস্থ ভূ-সিনামার বাইরে বন্ধুদের সাথে থাকা অবস্থায় আক্রান্ত। আক্রান্ত হওয়ার পর সাথে বন্ধুরা তাকে বাঁচাতে চিৎকার করতে থাকে।
গুলিবিদ্ধ হয়ে নিহত কিশোরকে নিয়ে এ পর্যন্ত শুধু লন্ডনে ১৭ কিশোর নিহত হয়েছে ছুরিকাঘাত কিংবা গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x