টাওয়ার হ্যামলেটসের মেয়র পদে ‘এস্পায়ার’ পার্টির মনোনয়ন পেলেন কাউন্সিলার ওহিদ আহমদ
ডেইলিইউকেবাংলা।। আগামী মে মাসে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনে টাওয়ার হ্যামলেটসে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার ওহিদ আহমদ ‘ এস্পায়ার’ পার্টি থেকে মনোনীত হয়েছেন।
৯ মার্চ শুক্রবার পূর্ব লন্ডনের সার্টন ষ্ট্রীটের একটি হলে ‘এস্পায়র’ পার্টির এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের চেয়ারপার্সন কে এম আবুতাহের চৌধুরী।
এতে বলা হয় কাউন্সিলার ওহিদ আহমদ নির্বাচিত হলে তাঁর প্রধান কাজ হবে বারার সকল মানুষের প্রতিনিধিত্ব করা এবং সবাইকে ঐক্যবদ্ধ করে এক কমিউনিটি হিসেবে গড়ে তোলা। তিনি হাউজিং সমস্যা সমাধানে এফরডেবল বাড়ি-ঘর নির্মাণ, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, চাকুরীর জন্য বিভিন্ন টেনিং এর ব্যবস্থা করা ও কমিউনিটি সেইফটি ইস্যুকে অগ্রধিকার দেবেন।
কাউন্সিলার ওহিদ আহমদ ২০০২ সাল থেকে ল্যান্সবারি ওয়ার্ডের কাউন্সিলার। তিনি গত ১৬ বছর ধরে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। লেবার প্রশাসনের সময় ২০০৬-২০১০ সাল পর্যন্ত তিনি একশন এন্ড ইয়ুথ সার্ভিস এবং রিজেনারেশন এন্ড কমিউনিটি পার্টনারশীপে কেবিনেটের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১০ সালের অক্টোবর থেকে ২০১৪সালের মে মাস পর্যন্ত তিনি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেন।
এছড়াও কাউন্সিলার ওহিদ আহমদ কেবিনেট মেম্বার হিসেবে কমিউনিটি সেইফটি, এডাল্ট হেলথ এন্ড ওয়েলবিং এবং ফাইনান্স বিভাগে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় ‘এস্পায়ার’ বারার প্রতিটি ওয়ার্ডে তাঁদের কাউন্সিলার প্রার্থী মনোনয়ন দেবে। ‘এস্পায়ার’ দলে ইতোমধ্যে ইনডিপেন্ডেন্ট গ্রুপের ১০জন কাউন্সিলার যোগ দিইয়েছেন।
কাউন্সিলার ওহিদ আহমদ ইস্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন। কাউন্সিল পরিচালনায় দীর্ঘদিনের অভিক্ষ ব্যক্তিত্ব কাউন্সিলার ওহিদ আহমদ এবং তাঁর পুরো টিমকে আগামী নির্বাচনে জয়যুক্ত করার জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সকল অধিবাসীদের প্রতি উদ্যত্ত আহবান জানানো হয়েছে।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন কাউন্সিয়ার ওহিদ আহমদ, দলের চেয়ারপার্সন কে এম আবুতাহের চৌধুরী, কাউন্সিলার ওলিউর রহমান, কাউন্সিলার মাহবুব আলম। সম্মেলনে আরো উপস্থিত ছিলে কাউন্সিলার মুহাম্মদ মুস্তাকিম, কাউন্সিলার গোলাম কিবরিয়া, কাউন্সিলার মুফতি মিয়া, জাহেদ চৌধুরী প্রমুখ।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা