নিউহ্যামে লেবার পার্টির মেয়র প্রার্থী কাউন্সিলর রুখসানা ফাইয়াজ ওবিই

ডেইলিইউকেবাংলা।।  লন্ডন বারা অব নিউহ্যামে আগামী ৩ মে’র মেয়র নির্বাচনে লেবার পার্টির মেয়র প্রার্থী মনোনীত হয়েছেন কাউন্সিলর রুখসানা ফাইয়াজ ওবিই। বারার লেবার দলীয় পেইড মেম্বাররা ভোটের মাধ্যমে তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেন। তিনি পেয়েছেন ৮৬১ ভোট। আর বর্তমান মেয়র স্যার রবিন ওয়েলস পেয়েছেন ৫০৩ ভোট। গত ১লা মার্চ থেকে ১৫ই মার্চ পর্যন্ত নিউহ্যাম লেবারের পেইড মেম্বাররা অনলাইনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৬ই মার্চ, শুক্রবার ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল প্রকাশের পর এক বিবৃতিতে, লেবার পার্টির মেয়র প্রার্থী মনোনীত করায় বারার দলীয় মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন কাউন্সিলর রুখসানা ফাইয়াজ ওবিই। আগামী মে মাসের স্থানীয় নির্বাচনে নিউহ্যামে লেবার পার্টির নিরঙ্কুশ বিজয় ধরে রাখতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি গুরুত্ব দেন তিনি।

কাউন্সিলর রুখসানা মেয়র নির্বাচিত হতে পারলে, তার প্রথম টার্মের ভেতরে প্রায় ১ হাজার কাউন্সিল হোম তৈরীর ওয়াদা করেছেন। এছাড়াও ইয়ূথ হাভ দ্বিগুন করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানকে একাডেমী এবং সিলভার ট্যানেল স্কীমের বিরোধীতা করবেন বলেও প্রতিজ্ঞা করেছেন তিনি।

এদিকে, ফলাফল প্রকাশের পর এক বিবৃতিতে কাউন্সিলর রুখসানা ফাইয়াজকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান মেয়র স্যার রবিন ওয়েলস। একই সঙ্গে প্রার্থী সিলেকশন ক্যাম্পেইন এবং ২০০২ সালে প্রথম নিউহ্যামের মেয়র নির্বাচনের পর থেকে স্যার রবিনকে যারা সমর্থন দিয়ে গেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র স্যার রবিন ওয়েলস।

লন্ডন মেয়র সাদিক খানও এক টুইট বার্তায় নিউহ্যামের মেয়র নির্বাচনে লেবার প্রার্থী মনোনীত হওয়ায় কাউন্সিলর রুখাসানা ফাইয়াজ ওবিইকে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনে এক সঙ্গে ক্যাম্পেইন করার আশ্বাসও দেন মেয়র সাদিক খান।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x