টাওয়ার হ্যামলেটসের মেয়র প্রার্থী জন বিগসের ম্যানিফেস্টো ঘোষণা: ৫টি বিশেষ খাতকে প্রাধান্য
ডেইলিইউকেবাংলা।। ৫টি বিশেষ খাতকে প্রাধান্য দিয়ে টাওয়ার হ্যামলেটসের আসন্ন মেয়র নির্বাচনে লেবার দলের মেয়র প্রার্থী জন বিগসের ম্যানিফেস্টু প্রকাশ করা হয়েছে। ২০ মার্চ, মঙ্গলবার, মালবারী প্লেসের বিপরীতে অবস্থিত এনকোরেজ হাউজে দলের ৪৫ জন কাউন্সিলার প্রার্থী, স্থানীয় দুই লেবার এমপি এবং জিএলএ মেম্বারকে নিয়ে জন বিগস টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জীবনকে প্রভাবিত করে এমন ২০০টি বিষয়ে তার নির্বাচনী ম্যানিফেস্টু প্রকাশ করেন।
এই ২০০টি বিষয়ের মধ্যে যে ৫টি বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে, এগুলো হচ্ছে * আরো ১,০০০ কাউন্সিল ঘর নির্মাণ। এগুলো গত নির্বাচনের সময়ে দেয়া প্রতিশ্রুত ১,০০০ কাউন্সিল ঘরের সাথে যোগ হবে।
এর বাইরে সাধারন বাসিন্দাদের সামর্থ্যরে মধ্যে (এফোর্ডেবল হোম) আরো ৪,০০০ ঘর নির্মাণ করা হবে।
* ড্রাগ ডিলিং নির্মূলের জন্য পুলিশের সাথে বিশেষভাবে কাজ করা হবে। অর্থ্ াইতিমধ্যে শুরু হওয়া কাউন্সিল এবং পুলিশের যৌথ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এন্টি সোশ্যাল বিহেভিয়ার দমনের জন্য বিশেষ লোকাল স্কিম চালু করা হবে।
* বেকারত্ব রোধে সফল ওয়ার্ক পাথ এবং ইয়ং ওয়ার্ক পাথ পোগ্রামের অধীনে ৫,০০০ বাসিন্দাকে সহযোগিতা করা হবে।
* ট্রেনিং এবং ইসল (ঋওৃী) কোর্সে সহযোগিতা বাড়ানো হবে।
* কনজারভেটিব সরকারের ব্যয় সংকোচন এবং ইউনিভার্সেল ক্রেডিট এর নেতিবাচক প্রতিক্রিয়া থেকে বাসিন্দাদের বাচানোর জন্য পোভার্টি ফান্ডে ৫ মিলিয়ন পাউন্ড বরাদ্দ অব্যাহত রাখা হবে। ম্যানিফেস্টু প্রকাশ করে জন বিগস তার প্রতিক্রিয়ায় বলেন, একটি এলোমেলো অবস্থায় ৩ বছরেরও কম সময় আগে আমাকে মেয়রের দায়িত্ব নিতে হয়েছিলো। আমার এই যাত্রা মোটেই স্বাভাবিক ছিলো না। আগের প্রশাসনের জঞ্জাল দূর করার পাশাপাশি কমিশনারদের সাথে কাজ করতে হয়েছে। মোকাবেলা করতে হয়েছে সরকারের নজিরবিহীন বাজেট কাট। এক কথায় টাওয়ার হ্যামলেটসকে মূলধারায় ফিরিয়ে আনতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।
তিনি বলেন, মেয়রের মেয়াদ ৪ বছরের হলেও মাত্র আড়াই বছরের মাথায় নির্বাচনী ম্যানিফেস্টু বাস্তবায়নের চ্যালেঞ্জও আমার সামনে ছিলো। আমার পক্ষে এটা সম্ভব হয়েছে ঘরে বাইরে একটি শক্তিশালী লেবার টিম থাকার কারনে। পুনরায় নির্বাচিত হলে স্থানীয় দুই লেবার এমপি এবং লেবার দলীয় লন্ডন মেয়র ও জিএলএ মেম্বাররকে নিয়ে আমার সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। জন বিগস মাত্র আড়াই বছরে তার সাফল্য বর্ণনা করে আরো বলেন, এই সময়ে আমার সাফল্যের মধ্যে রয়েছে
* নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক ১০০০ কাউন্সিল ঘর ডেলিভারী শুরু
* নতুন ঘর প্রাপ্তদের রেন্ট বছরে সর্বোচ্চচ ৬ হাজার পাউন্ডে কমিয়ে আনা
* অপরাধ দমনে কাউন্সিলের ফান্ডে ৩৯ জন পুলিশ অফিসার নিয়োগ
* স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের জন্য যুগান্তকারী ওয়ার্ক পার্থ পোগ্রাম চালু
* বর্ণবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে কমিউনিটির পাশে থাকা। সব শেষে জন বিগস ক্ষুদ্র স্বার্থে রেষারেষির রাজনীতি ছেড়ে সবাইকে মূলধারার রাজনীতিতে যোগ দেয়ার আহধ্বান জানান।
অনুষ্টানের বিশেষ অতিথিদ্বয় রুশনারা আলী এবং জিম ফিটজপ্যাট্রিক এমপি জন বিগসের ম্যানিফেস্টুকে চম্কার আখ্যায়িত করে তাকে বিজয়ী করার আহধ্বান জানান। তারা বলেন, টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জীবনে সত্যিকার পরিবর্তনের জন্য মূলধারার রাজনীতি তথা লেবার পার্টি ছাড়া আর কোন বিকল্প নেই।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা