লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সভা, মহান স্বাধীনতা দিবস পালন ও গুনী জনকে সম্মাননা প্রদান অনুষ্ঠিত
ডেইলিইউকেবাংলা।। বৃটিশ বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন ‘লন্ডন বাংলা প্রেসক্লাব’এর বার্ষিক সাধারন সভা এবং বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে প্রবাস থেকে মুক্তিযুদ্ধে যারা বিশেষ অবদান রাখেন, তাদের ৫ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয।
২৭ মার্চ মংগলবার পূর্ব লন্ডনের ‘ইম্প্রেশন ভ্যানু’তে ‘লন্ডন বাংলা প্রেসক্লাব’এর সভাপতি সৈয়দ নাহাস পাশার সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ করেন প্রেস ক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা, সেক্রেটারী মুহাম্মদ জুবায়ের ও আর্থিক রিপোর্ট পেশ করেন সংগঠনের ট্রেজারার আ স ম মাসুম।
পরে পঠিত রিপোর্টের উপর প্রশ্নোত্তর পর্ব চলে।এতে ক্লাবের অনেক সদস্যরা প্রেসক্লাবের বিভিন্ন কর্মতৎপরতার প্রশংসা করেন।
অনেক সদস্য ক্লাবের অফিস নিয়ে সর্বশেষ অগ্রগতি কথা জানতে চান এবং প্রেসক্লাবের উন্নতির লক্ষ্যে ইতিবাচক নানা পরামর্শ দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এতে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাস থেকে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালনকারী ৫ জন গুনী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ্ব জিল্লুল হক,রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ,কমিউনিটি সংগঠক শামসুল আলম চৌধুরী ও বিশিষ্ট নারী সংগঠক ফেরদৌস রহমান ও ডক্টর মোস্তাফিজ রহমান।
অনুষ্ঠানে সম্মাননা পদক হাতে তুলে দেন আমন্ত্রিত অতিথি ও ক্লাবের নির্বাহী সদস্যবৃন্দ ।
অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত অতিথিরা মুক্তিযুদ্ধে তাদের কর্মতৎপরা স্মৃতিচারন করে বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানের ফাকে ফাকে ক্লাবের সিনিয়র সদস্য টিভি প্রেজেন্টার উর্মি মাজহার এর পরিচালনায় ক্লাবের নিবার্হী সদস্য রুপি আমিন ,সাবেক সেক্রেটারী এম এ সাত্তার , কন্ঠ শিল্পি ফজলুল রহমান বাবু, লাবনী বড়ুয়া ও পলি রহমানের পরিবেশনায় চলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনি বক্তব্য রাখেন প্রেসক্লাব এর সহ-সভাপতি মাহবুব রহমান ।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা