সিলেটে যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক মোস্তফা কামালের স্বজন সংবর্ধনা

সিলেট প্রতিনিধি।। যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোস্তফা কামালের স্বজন সংবর্ধনা বিয়ানীবাজারবাসীর মিলনমেলায় পরিণত হয়েছে।

১১ এপ্রিল বুধবার সিলেটে বসবাসরত আমরা বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে তালতলাস্থ হোটেল হিলটাউনে তাঁকে এ সম্মান জানানো হয়। এতে বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খানের সভাপতিত্বে ও যুবলীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আব্বাছ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন, এডভোকেট ইইউ এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের সভাপতি ডা. ফয়েজ আহমদ ও সাধারণ সম্পাদক এডভোকেট মহব্বত খান, শাবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ, এডভোকেট রুহুল আলম মিন্টু, এডভোকেট জুবের আহমদ, আলহাজ শামছ উদ্দিন খান, সিলেট অনলাইন প্রেসক্ললাবের সভাপতি সাংবাদিক মুহিত চৌধুরী, মিশফাক চৌধুরী মিশু, সাংবাদিক আবু তালেব মুরাদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অধ্যাপক আব্দুল খালিক, সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কবির আহমদ, আলহাজ নাজিম উদ্দিন, ক্রীড়া সংগঠক ফেরদৌস চৌধুরী রুহেল, এডভোকেট ছালেহ আহমদ সেলিম, জেলা যুবলীগের সহ সভাপতি আব্দুল বারী, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জামিলুর রহমান।

উপস্থিত ছিলেন রাজা জিসি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মুমিত, রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ হোসেন খান, বার্তা২৪ টেলিভিশনের চেয়ারম্যান ছাদেক আহমদ আজাদ, জেলা কৃষক লীগের সাধারণ আব্দুর রকিব বাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, সুজেল আহমদ তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ প্রমুখ।

Leave a Reply

More News from সিলেট

More News

Developed by: TechLoge

x