আজ লন্ডন বাংলা প্রেস ক্লাবের বৈশাখী আড্ডা

ডেইলিউকেবাংলা।। বাংলা নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ বরণ করতে লন্ডন বাংলা প্রেস ক্লাব দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ বৈশাখী আড্ডার।

আজ শুক্রবার ১৩ এপ্রিল রাত ৮টা থেকে মধ্য রাত পর্যন্ত পূর্ব লন্ডনে ব্রাডি আর্টস সেন্টারে চলবে এই বিশেষ আড্ডা।

আড্ডায় সুর, ছন্দ ও কবিতা আবৃত্তির আসর থাকবে। এছাড়াও প্রবেশকারীদের জন্য থাকছে ইলিশের সাথে খিচুড়ির মুখরোচক স্বাদ নেওয়ার সুযোগ।

সেন্টারে প্রবেশের জন্য টিকিটের মূল্য ধরা হয়েছে ৫ পাউন্ড। আসন সংখা সীমিত।

টিকিট প্রাপ্তিসহ যেকোন তথ্যের জন্য ০৭৯৮৫৫২৫০৪৮, ০৭৯৪০৯৩৪১৩০, ০৭৯০৩৩২৯৭৭২ নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে।

প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের বিশেষ আড্ডায় সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x