ইস্ট লন্ডনের ফরেস্ট গেইটে কুইন মেরি ইউনিভার্সিটির ছাত্রকে হত্যা
ডেইলিইউকেবাংলা।। ইস্ট লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির এক ছাত্রকে সোমবার রাত ১১টার দিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই হত্যার কান্ডের কারন এখনো জানা যায়নি। ১৮ বছর বয়সী আইনের ছাত্র সামি সিদমকে তার নিজ ঘরের সামনে ফরেস্ট গেইটের চেসান্ট এভিনিউতে হত্যা করা হয়। সে কুইন মেরি ইউনিভার্সিটিতে ১ম বর্ষের ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শী এক মহিলার বিবিসিকে জানিয়েছেন, আমি জানালা দিয়ে দেখেছি চারজন লোক তাকে আক্রম করে রাস্তায়। আমি জানালা দিয়ে উচ্চ স্বরে সাউটিং করি। এ পর্যায়ে তারা দুটি কারে করে দ্রুত পালিয়ে যায়। এর পর সে মাটিতে পড়ে ছিল। আরেকজন মহিলা জানিয়েছেন সিলভার করে করে আক্রমনকারীদের তিনি পালিয়ে যেতে দেখেছেন।
বিবিসি জানিয়ে এ পর্যন্ত ছুরিকাঘাতেই লন্ডনে জানুয়ারী থেকে ৪০জন নিহত হয়েছেন। তাদের অনেকেরই বিচার কাজ চলছে। কারো কারো শেষ হয়েছে। বহু আসামী গ্রেফতার করা হয়েছে।
এর আগে সোমবার লন্ডনে বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারার স্যার জন কাস স্কুলের কাছে হেড স্ট্রিটে ১৭ বছর বয়সী এক কিশোর ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার ৩টা ১৫মিনিটে। ঘটনাস্থল থেকে লন্ডন এ্যাম্বুলেন্স সার্ভিস ও পুলিশকে কল করা হলে তারা দ্রুত আহত কিশোরকে হাসপাতালে নিয়ে যায়। তার শরীরে বেশ কয়েক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। একই ঘটনায় আরেক কিশোর আহত হয়েছে। তার মাথায় আঘাত রয়েছে বলে জানাগেছে। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
এর আগে গত রবিবার মাত্র ৪০ মিনিটের ব্যবধানে পৃথক পৃথক স্থানে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। নিহতের একজনকে রোববার বিকাল ৫টা ৫৮ মিনিটের দিকে নর্থ ওয়েস্ট লন্ডনের কলিনডেইলে হত্যা করা হয়। তার নাম রাউল নিকোলি (২৬)। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।
অন্যদিকে সাউথ লন্ডনের ব্রিক্সটনে বিকাল ৬টা ৩৬ মিনিটের দিকে দ্বিতীয় ছুরিকাঘাতের ঘটনায় ৩০ বছর বয়সী এক মহিলা খুন হন। তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করে পুলিশ। এ ঘটনার সঙ্গে সংশ্লিস্ট সন্দেহে ২০ বছর বয়সী এক তরুনকে গ্রেফতার করেছে পুলিশ।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা