অজুহাতকারীদের আবেদন বাতিল: লন্ডনের সিডনিস্ট্রিটেই থাকছে বঙ্গবন্ধুর ভাস্কর্য
আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। পূর্ব লন্ডনের সিডনিস্ট্রিটে নির্মিত বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অন্যত্র সরিয়ে নেয়ার আবেদন খারিজ করে দিয়েছে স্থানীয় সরকারের প্ল্যানিং ইন্সপেক্টারেট কর্তৃপক্ষ ।
লন্ডন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আফছার খান সাদেক তার নিজ বাসভবনের সম্মুখে কাউন্সিলের প্লানিং অনূমোদনের মাধ্যমে প্রতিষ্ঠিত ম্যুরালটি ২০১৬ সালের ১৭ ডিসেম্বর সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত স্ট্যাচুর আবরণ উন্মোচন করেন ।
ভাস্কর্য্যটি প্রতিষ্ঠার পর একটি সার্থান্নেষী মহল নানা ওজুহাত দেখিয়ে ম্যুরালটি অন্যত্র সরিয়ে নিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে অভিযোগ দাখিল করে।
এ প্রেক্ষিতে ২০১৭সালের ১৫মার্চ টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্মাতার বিরুদ্ধে একটি নোটিশ জারী করে। বিষয়টি তাৎক্ষণিক জাতির জনকের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং যুক্তরাজ্যস্থ বাংলাদেশ দুতাবাসের নজরে আনেন আফছার খান সাদেক। তাঁদের নির্দেশনা মোতাবেক ওই নোটিশের বিরুদ্ধে প্লানিং ইন্সপেক্টারেট এর কাছে আপীল করা হয়। গত বছরের ২৮ নভেম্বর কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নিয়োগকৃত পরিদর্শক সরজমিন পরিদর্শন, আপীলের শুনানী এবং সংশ্লিষ্ট তথ্যাদি যাচাই-বাছাই শেষে চলতি বছরের ১১ই জানুয়ারী বঙ্গবন্ধুর ভাস্কর্য সঠিকভাবেই বসানো হয়েছে বলে সিদ্ধান্ত দিয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল যথাস্থানে থাকার সিদ্ধান্ত দেন প্লানিং ইন্সপেক্টারেট কতৃপক্ষ। একইসাথে ওই নোটিশের কার্যকারিতা বাতিল ঘোষণা করা হয়।
ভারতীয় ভাস্কর্য শিল্পীর তত্বাবধানে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালটি লন্ডনের ১শ’টি দর্শনীয় স্থানের একটি হিসেবে এরই মধ্যে ইংল্যান্ডের বিখ্যাত ট্যুর গাইড ব্লুবেইজ, হেরিজেকসনে স্থান করে নিয়েছে। প্রতিদিন প্রচুর সংখ্যক দর্শনার্থী ম্যুরালটি দেখতে আসেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ থেকে আসা মন্ত্রী, সংসদ সদস্য এবং পদস্থ কর্মকর্তারাও ওই ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।
বহির্বিশ্বে বঙ্গবন্ধুর ম্যুরালের একমাত্র প্রতিষ্ঠাকারী সিলেট ৬-সংসদীয় আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ,বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই গ্রামে জন্মগ্রহণকারী আফসার খান সাদেক জানান,‘১৯৬৫ সালে আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি আততায়ীর হাতে নিহত হওয়ার পর তার ভাই রবার্ট কেনেডি লন্ডনের মারলিবর্ন রোডে নিজ বাড়ির সামনে তাঁর ভাস্কর্য স্থাপন করেছিলেন, যেখানে এখনও শ্রদ্ধা জানায় মানুষ। আমি বিশ্বাস করি ব্রিটেনে বেড়ে ওঠা আমাদের ভবিষ্যত প্রজন্ম ও মাল্টিকালচারাল এই সোসাইটির অনেকেই বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকেও জানবে এবং তাঁর শ্রদ্ধা প্রতি নিবেদন করবে ।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা