জিয়াউর রহমান খুনী, তার স্ত্রী সন্তানও খুনী: লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। কমনওয়েলথ সম্মেলন উপলক্ষে যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার যুক্তরাজ্য আওয়ামীলীগ আয়োজিত এক সংবর্ধনা সভায় বলেছেন, দুই একটা লাফাংঙ্গা সাজাপ্রাপ্ত আসামী, আবার যে আসামীকে বিএনপির চেয়ারম্যান বানায়, আসামী ফিউজিটিভ, ফিউজিটিভ কিভাবে একটা দলের চেয়ারপারসন হয়? তাহলে দলটাতো একটা দেউলিয়া দল, দলের তো কিছু নাই। মনে হয় মাথা-মোতা কিছু নাই, সব দেউলিয়া। কাজেই এরা দেশের সর্বনাশ করতে চায়। সমানে দেশের প্রতি বদনাম। আর যুদ্ধাপরাধী যারা, যারা সাজাপ্রাপ্ত হয়েছে, এই তাদের ছেলেপুলেগুলো দুনীতি করে টাকা কামাই করেছে। জিয়াউর রহমান খুনী তার স্ত্রী খুনি তার সন্তানও খুনী। এই খুনীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

২১এপ্রিল  কেন্দ্রীয় লন্ডনের সেন্ট্রাল হলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ কী পেলো, কী খেলো তাতে বিএনপির কিছু যায়-আসে না। তাদের আসল কাজ মানুষের সম্পদ কেড়ে নিয়ে নিজেদের সম্পদশালী করা। দুর্নীতি না করলে শূণ্য থেকে অত দামী-দামী গাড়ি, দামী বাড়ি কীভাবে আসে, সেটাই বড় প্রশ্ন।

প্রবাসীদের অবদান সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে প্রবাসীরাই প্রথম বিদেশে আন্দোলন গড়ে তুলেছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের সমালোচনা করে বলেন, ভাঙা স্যুটকেস কি জাদুর বাক্স হয়ে গিয়েছিলো? সেখান থেকে লঞ্চ এলো, ইন্ড্রাস্ট্রি বেরোলো, ব্যাংকের মালিক হলো, আর সেই ছেড়া গেঞ্জির থেকে ফ্রেঞ্চ স্টিফন বেরোলো, কত রঙ্গ তামাশা আমরা বাংলাদেশে দেখলাম। বাংলাদেশের মানুষ খাবার পায়না, তার ঠিক ঠিকানা নেই, কিন্তু নিজেদের বিলাস-বেশ, সাজ পোশাক সেগুলো সব ঠিক ছিলো। খালেদা জিয়ার মুক্তি চাইলে বিএনপিকে আইনী প্রক্রিয়ায় যেতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, ‘অল্প সময়ের মধ্যে ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এমন নজির পৃথিবীর আর কোনো দেশে নেই।’

যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাতিসংঘে নিযুক্ত সাবেক স্থায়ী প্রতিনিধি একে এম আব্দুল মোমেন সহ ইউরোপ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র আমন্ত্রণে ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ১৭ এপ্রিল যুক্তরাজ্য আসেন । ২২ এপ্রিল দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x