বিয়ানীবাজারের মুরাদ লন্ডনের নিউহ্যামে কাউন্সিলর পদপ্রার্থী

ডেইলিইউকেবাংলা।। লেখক, সাংবাদিক, রেডিও -টিভি উপস্থাপক, সমাজকর্মী, সংগঠক  আব্দুল কাদির চৌধুরী (মুরাদ) নিউহ্যাম বারাহ থেকে কনজারভেটিব পার্টি থেকে  কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন।

ব্রিটেনের আসন্ন ৩মে’র স্থানীয় নির্বাচনে লন্ডন সিটির নিউহ্যাম বারাহ থেকে বিলেতের পরিচিত মুখ আব্দুল কাদির চৌধুরী (মুরাদ) নিউহ্যাম বারার   ফরেস্টগেইট নর্থ থেকে সরকার দলীয় কনজারভেটিব পার্টির  কাউন্সিলর পদে মনোনয়ন দেয়া হয়। বিগত ১৫বছর থেকে নিউহ্যামে বসবাসরত এই বাঙালী প্রার্থী তাঁর নির্বাচনী এলাকায় বসবাসরত  বাসীন্দাদের আয়ত্বের ভেতর বাড়ীক্রয়, নিরাপদ অবস্থান, পরিস্কার পরিচ্ছন্ন, সবুজ অঙ্গনে বসবাসযোগ্য একটি আবাসভূমি গড়ে তোলার আশাবাদ নিয়ে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন।

বিলেত প্রবাসী সিলেটের বিয়ানীবাজারের সন্তান সমাজকর্মী আব্দুল কাদির চৌধুরী (মুরাদ) স্থানীয় নির্বাচনে সরকার দলীয় কনজারভেটিব পার্টির  কাউন্সিলর পদে নির্বাচনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x