ব্রিটেনের নতুন যুবরাজের নাম লুইস আর্থার চার্লস

ডেইলিইউকেবাংলা নিউজ,যুক্তরাজ্যঃ ব্রিটিশ রাজ পরিবারের ঘর আলো করে এসেছে নতুন অতিথি।গত ২৩ এপ্রিল প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের তৃতীয় সন্তান জন্মগ্রহণ করে।গত পাঁচদিন ধরেই চলছিল এই নতুন অতিথির নাম রাখা নিয়ে নানা জল্পনা কল্পনা।কি রাখা হবে কেট-উইলিয়ামের তৃতীয় সন্তানের নাম? জল্পনা কল্পনা তো থাকবেই,শত হলেও রাজপুত্র বলে  কথা!অবশেষে রাজপুত্রের নাম রাখা হলো লুইস আর্থার চার্লস।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নাম রাখতে গিয়ে তাদের পছন্দের তালিকায় ছিল,আলবার্ট,আর্থার,ফ্রেড,জ্যাক,জেমস,আলেকজান্ডার। এতগুলো নাম থেকে নিজেদের ছেলের জন্যে শেষ পর্যন্ত আর্থার নামটিই বেছে নিলেন উইলিয়াম ও কেট।তবে ‘প্রিন্স লুইস অব কেমব্রিজ’ নামেই পরিচিত হবে তাঁদের সন্তান।আজ শুক্রবার  ব্রিটিশ কেনসিংটন পেলেস থেকে এই তথ্য জানানো হয়।কেট ও উইলিয়ামের বড় ছেলের নাম জর্জ এবং মেয়ের নাম শারলট। নিয়ম অনুযায়ী,লুইস আর্থার চার্লস ব্রিটিশ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x