বিয়ানীবাজারের পুর্বমুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র কমিটি গঠন
বিশেষ প্রতিনিধি, ডেইলিইউকেবাংলা: যুক্তরাজ্যে অবস্থানরত বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পুর্ব মুড়িয়াবাসীর সংগঠন পুর্বমুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র নতুন কমিটি গঠিত হয়েছে।
২৩ এপ্রিল সোমবার বিকেলে পূর্ব লন্ডনের এশফিল্ড স্ট্রিটে নির্বাচন উপলক্ষে অনুষ্টিত এক সাধারণ সভার মাধ্যমে এ কমিটি গঠিত হয়।
এ সভায় যুক্তরাজ্যে অবস্থানরত বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পুর্ব মুড়িয়াবাসীর সংগঠন পুর্বমুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
বিয়ানীবাজারের পুর্বমুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র গঠিত নব কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, মো. মুহিত উদ্দিন মনজু এফসিসিএ, সাধারন সম্পাদক পদে ছাদিক রহমান বকুল এবং ট্রেজারার পদে জয়নাল আবেদিন কুনু।
এদিকে বিয়ানীবাজারের পুর্বমুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আগামী উন্নয়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী