লন্ডনে এশিয়ার বৃহত্তম টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের প্রদর্শনী লন্ডন এক্সপো ২০১৮ সম্পন্ন হয়েছে

ডেইলিইউকেবাংলা নিউজ,লন্ডনঃ  ই-ফ্যাশনের উদ্যেগে লন্ডনে এশিয়ার বৃহত্তম টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের প্রদর্শনী লন্ডন এক্সপো ২০১৮ সম্পন্ন হয়েছে।লন্ডনস্থ বাংলাদেশ  হাইকমিশনের কমার্শিয়াল  কাউন্সিলর এস এম জাকারিয়া হক,বাংলাদেশ কটন  এসোসিয়েন এর প্রেসিডেন্ট মেহেদী আলী ফিতা কেটে এক্সপোর উদ্ধোধন করেন।সেন্ট্রাল লন্ডনের অভিজাত ভেন্যুতে এই  প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন টেক্সটাইল ও গার্মেন্টস প্রতিষ্ঠান অংশ গ্রহন করেন।ই-ফ্যাশনের এর সিইও লুৎফুর রহমান  জানান, প্রথমবারের মত  ব্রিটেনের বিভিন্ন পোশাক প্রতিষ্ঠানের  বায়ারদের সমাগম  ঘটে।তৈরি পোশাক খাতের আন্তর্জাতিক এ প্রদর্শনীতে মূলত টেক্সটাইল ও গার্মেন্ট সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজস্ব পণ্য প্রদর্শন করেন ।এই প্রদর্শনীর মাধ্যমে ভোক্তা এবং উদ্যোক্তাদের জন্য একটি যুগোপযোগী প্লাটফর্ম তৈরি করা হয়েছে,ফলে যোগাযোগের মাধ্যমে উদ্যোক্তারা নতুন নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পারে।এছাড়া  বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান আয়োজকরা।এদিকে  লন্ডন এক্সপো ২০১৮  সফল ভাবে সম্পন্ন করায় আগামী বছর এই আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।

12 34 56

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x