মোল্লাপুর ফ্রন্ডস্ সোসাইটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’র নতুন কমিটি গঠিত

ডেইলিইউকেবাংলানিউজ:  মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’র সম্মেলন এবংনির্বাচন পূর্ব লন্ডনের এক রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে ।

৮এপ্রিল মঙ্গলবার ট্রাষ্টের সভাপতি নজমুল ইসলাম তাপাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন শেষে দ্ধিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান  আসাব উদ্দিন। সভা পরিচালনা করেন নির্বাচন কমিশনার ছরওয়ার আহমদ। নির্বাচনে একটি প্যানেল জমাপড়ায় কমিশনের পক্ষথেকে এই কমিটিকে আগামি দুই বছরের জন্য নির্বাচিত বলে ঘোষনা করাহয়। নির্বাচিত কমিটি ঘোষনা করেন নির্বাচন কমিশনার তুতিউর রহমান তুতা।

আগামি দুই বছরের জন্য  নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি  আছলম উদ্দিন, সহ-সভাপতি  জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক  আকতার আহমদ বাবলু, সহ- সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কোষাধ্যক্ষ  আবুল কাশিম, সহ – কোষাধ্যক্ষ ময়নুল হক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক  জাকির হুসেন, সহ- সাহিত্য সংস্কৃতি সম্পাদক রিফাত হুসেন, ও কার্যনির্বাহী সদস্যবৃন্দরা হলেন,মুজিবুর রহমান, মাহতাব আহমদ, মাহবুব আহমদ, আব্দুল মালিক (মানিক), রিয়াজ আহমদ সৈয়দ।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x