গ্রেটার দাওরাই কমিউনিটি এসোসিয়েশন ইউ’কের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্টিত

আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। যুক্তরাজ্যস্থ গ্রেটার দাওরাই কমিউনিটি এসোসিয়েশন ইউ কের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন লন্ডন মুসলিম সেন্টারে গত ১৩  মে রোজ রবিবার অনুষ্টিত হয়।

সংগঠনের চেয়ারম্যান আরজু মিয়া এম বি ই এর সভাপতিত্বে ও সেক্রেটারী দেলওয়ার হোসেন খানের পরিচালনায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন আজাদ মিয়া ফারুক , আইয়ূব খান, ,মঈন উদ্দিন খান , রুহুল আমীন,তারিফ খান আনহার মিয়া ,সাদিক মিয়া লেবু,আমীর হোসেন,হুমায়ুন কবীর রাজন, ফারুক মিয়া জিলু ,আলমদর আলী বাবু, তহূর আলী, মছদ্দর আলী আব্দাল, আলীম উদ্দিন খান,শাহীন মিয়া,জিতু মিয়া,সিরাজ মিয়া, আব্দুল মতিন আফরূজ,শাহীন মিয়া (মিলিক), জাবারুল আমীন, আজমল খান, কামাল হোসেন ,এম এ কাওছার , আসমান মিয়া সূফিয়ান, আকিকুর রহমান আজাদ, দরাজ মিয়া,গুলজার আহমেদ , আবুল বাশার আব্দাল,সরাজ মিয়া, টিটু মিয়া, সানোয়ার খান সুহেল, শফিউল আমীন, মশিউর রহমান রাজা, নিজাম উদ্দিন ফারুক, নজরুল ইসলাম, নজীর মিয়া,ফটিক মিয়া,এম এ রসিক, আবুল কালাম কয়েছ,আব্দুল হামিদ ফারুক, রেজা খান,সজ্জাদুর রহমান, বেলাল আমীন,হিরন মিয়া জুয়েল আমীন,সহ গ্রেটার দাওরাই কমিউনিটি এসোয়েশন ইউ কের নেতৃবৃন্দ ।

অনুষ্টানে গ্রেটার দাওরাই কমিউনিটি এসোয়েশন ইউ’কের সদস্যদের ভোটের মাধ্যমে ২০১৮-২০ সালের জন্য ২৭ সদস্যবিশিষ্ট এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করা হয়। পরে এক্সিকিউটিভ বোর্ডের সদস্যদের দ্বারা চেয়ারম্যন পদে আনহার মিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান আমীর হোসেন ,ভাইস চেয়ারম্যান আনিস আলী,  সেক্রেটারী পদে সাদিক মিয়া লেবু এবং ট্রেজারার পদে কামাল হোসেন কে নির্বাচিত করা হয়। উল্লেখ্য যে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন ব্যরিস্টার নাজির আহমেদ, সাংবাদিক তাইসীর মাহমুদ ও প্রফেসর মতিউর রহমান চৌধুরী ।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x