আগামীকাল প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ে: বর-কনের আদলে বিয়ের কেক

ডেইলিইউকেবাংলা নিউজ,যুক্তরাজ্যঃ আগামীকাল শনিবার প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ে। গত কয়েক দিন ধরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।রাজকীয় এই বিয়ে নিয়ে সারাবিশ্বে চলছে গুঞ্জন,আলোচনা।বিয়ের ভেন্যু,মেন্যু, বর-কনের পোশাক সব কিছু নিয়েই রয়েছে মানুষের আগ্রহ।রাজকীয় এই বিয়ের জন্য বিশেষ এক কেক নিয়েও চলছে মাতামাতি। নবদম্পতিকে সম্মান জানাতে তাদের সমান আকারের বিশেষ একটি কেক তৈরি করেছেন লারা মেশন।লারা তার  ফেসবুক পেজে কেকের একটি ছবিও পোস্ট করেছেন।প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের সমান কেকটি ফেসবুক ব্যবহারকারীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের সম্পর্কের কথাটি প্রকাশের পর তাদের যে ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল তার আদলেই তৈরি হয়েছে কেকটি।চকোলেট আর আইসিংয়ের মাধ্যমে কেকটি তৈরি করতে লারা মেশনের ২৫০ ঘণ্টা সময় লেগেছে। কেকটি তৈরি করতে ৩০০টি ডিম,১৫ কেজি মাখন,৫০ কেজি আইসিং এবং ১৫ কেজি ময়দা ব্যবহার করেছেন লারা। কেকের ফ্রেম ছাড়া পুরোটাই নাকি খাওয়ার উপযোগী।-হাফিংটন পোস্ট।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x