কাউন্সিল মিটিং: লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারায় স্পিকার হলেন বাঙ্গালী আয়াছ মিয়া

আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। লন্ডনের বাঙ্গালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারায় লেবার পার্টি কাউন্সিলার বাঙ্গালী আয়াছ মিয়া কাউন্সিলের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন  । ২৩ মে বুধবার বিকেলে  মালব্যারী প্লেইসের  টাউন হলে ফুল কাউন্সিল মিটিংয়ে তার এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। গত ৩মে’র স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির  বিশাল বিজয়ের পর কাউন্সিলের নতুন মেয়াদের প্রথম অধিবেশনে স্পীকার নির্বাচিত হলেন কাউন্সিলার মো: আয়াছ মিয়া। তার ডেপুটি মনোনিত হয়েছেন কাউন্সিলার ভিক্টোরিয়া ওবাজি।

কাউন্সিল অধিবেশনের প্রথম অংশে স্পিকারের দায়িত্ব পালন করেন বিদায়ী স্পিকার টাওয়ার হ্যামলেটস এর প্রথম বাংলাদেশী মহিলা স্পীকার কাউন্সিলার সাবিনা আক্তার। এসময় মেয়র জন বিগসসহ উপস্থিত একাদিক কাউন্সিলার তার বিগত বছরে স্পিকারের দায়িত্বে ভূয়শী প্রশংসা করেন।

নবনির্বাচিত কাউন্সিলরদের ইলেক্ট্রনিক ভোটের মাধ্যমে  স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে তার দায়িত্ব গ্রহনের সময় স্থানীয় বেথনালগ্রীন ও বো আসনের এমপি রুশনারা আলী ও পপলার ও লাইম হাউস আসনের জিম ফিজপেট্রিকসহ  মেয়র, ডেপুটি মেয়র, কেবিনেট মেম্বার,  সাংবাদিক, রাজনীতিবিদ , কাউন্সিলের কর্মকর্তা এবং  কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্পিকারের দায়িত্ব পাওয়ার পর ডেইলিইউকেবাংলা ডট কমের সাথে নিজের অনুভূতি প্রকাশ করে নব-নির্বাচিত স্পীকার মো: আয়াছ মিয়া বলেন, বাংলাদেশী কমিউনিটিকে আরো এগিয়ে নিতে এবং তাদের অর্জনগুলিকে তুলে ধরতে সার্বিক চেস্টা চালিয়ে যাবেন। তিনি বারার নির্বাহী মেয়র জন বিগসসহ সকল বাসিন্দাদের প্রতি বিশেষ করে তিনি সেন্ট ডানস্টন যে ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন  ।

তিনি আরো বলেন, বারার ফাস্ট সিটিজেন হিসেবে তাঁর দায়িত্ব হবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে প্রমোট করা, কাউন্সিলের একজন দূত হিসেবে অন্যান্য কাউন্সিলে প্রতিনিধিত্ব করা। তিনি কমিউনিটি ও কাউন্সিলকে ঐক্যবদ্ধ করে কাউন্সিলের অর্জনগুলিকে তুলে ধরবেন সে সাথে  তিনি  ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করার পাশাপাশি চ্যারিটি কাজে আরো বেশি গুরুত্ব দিবেন বলে জানান।

সিভিক মেয়রের সমমর্যাদায় অভিষিক্ত স্পিকার কাউন্সিলার মো: আয়াছ মিয়ার গত মেয়াদেও কাউন্সিলার নির্বাচিত হয়ে এনভায়রনমেন্ট ও ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কেবিনেট মেম্বার হিসেবে দক্ষতার স্বাক্ষর রাখেন। সর্বশেষ তিনি ডেপুটি স্পীকারের দায়িত্বে  ছিলেন।

স্পীকারের দ্বায়িত্ব গ্রহণ উপলক্ষে রেওয়াজ অনুযায়ী কাউন্সিল মিটিং পরবর্তী এক অভ্যর্থনা ও প্রীতিভোজ  এবং অনুষ্ঠানে  উপস্থিত মুসলিম রোজাদারদের জন্য সন্ধ্যা ৯টায় ইফতারের বিশেষ ব্যবস্থা করা হয় ।

নব-নির্বাচিত স্পীকার মো: আয়াছ মিয়ার  দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ধরারাই গ্রামে।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x