সোনার বাংলা ট্রেভেলস এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাদির চৌধুরী মুরাদ।। সিয়াম সাধনা ও তাকওয়া অর্জনের মাধ্যমে কল্যাণ,বরকত,রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভ হয়।মাহে রমজানে ভাতৃত্ব বন্ধন হয় আরো সুসংহিত। অর্জিত হয় পরম করুনাময় আল্লাহ’র মার্জনা। ২জুন শনিবার পূর্বলন্ডনের ট্রেভেল ব্যবসার এক জনপ্রিয় প্রতিষ্ঠান সোনার বাংলা ট্রেভেলস এর উদ্যোগে আয়োজিত ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সিয়াম পালনকারী উপস্থিত নেতৃবৃন্দ এমন কথা বলেন।

গ্রীন স্ট্রিটের একটি রেষ্টুরেন্টে সোনার বাংলার ট্রাভেলসের  পরিচালক লুৎফুর রহমান সায়াদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ আমিনুল হক  জিলুর পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি স্টীফেন টিম, টাওয়ার হেমলেট্স এর স্পীকার  মো. আয়াস মিয়া, বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম, হিলসাইড ট্রেভেলসের পরিচালক হেলাল উদ্দিন খান, জে এম জি কার্গোর পরিচালক মনির আহমদ, সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, মোহাম্মদ নাজিমুদ্দীন, ,জামাল আহমদ খান,  আসুক আহমদআসুক,  মো. আলী জিলু, ছাত্রনেতা সারওয়ার কবির, খালেদ আহমদ জয়, আশিক রহমান সাজু, এম,এ আজাদ ,কামরুল আলী, ঈসা, জাকারিয়াসহ আরো অনেকে।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x