২৭ জুন ভয়েস ফর নিউহ্যামের অভিষেক ও কাউন্সিলরদের সংবর্ধনা
কাদির চৌধুরী মুরাদ ।। সামাজিক সংগঠন ভয়েস ফর নিউহ্যাম এর উদ্যোগে আগামী ২৭ জুন নব- নির্বাচিত নিউহ্যাম কাউন্সিলের মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা এবং সদ্য গঠিত ভয়েস ফর নিউহ্যামের কার্যনির্বাহী পরিষদের অভিষেক উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ জুন শনিবার পূর্ব লন্ডনের গ্রীনস্ট্রিটের ১৭৭ প্লাসেট রোডে ভয়েস ফর নিউহ্যাম এর চেয়ারম্যান আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়ীদ হোসেন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এসময় সাব- কমিটির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,প্রধান উপদেষ্টা ওসমান গনি, সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহ মুনিম, সহ সভাপতি জাহাঙ্গীর খান, পারভেজ কোরেশী, সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, মঈন উদ্দিন আনসার, কোষাধ্যক্ষ মোঃ আবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুব ও ক্রীড়া সম্পাদক জীওন মিয়া ও সাফওয়ান কাদির চৌধুরী।
সভায় আগামী ২৭ জুন নব- নির্বাচিত নিউহ্যাম কাউন্সিলের মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা এবং সদ্য গঠিত ভয়েস ফর নিউহ্যামের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান মিলনার রোডের ইম্প্রেশন ইভেন্ট হলে সকলের সার্বিক সযোগিতার মাধ্যমে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা