যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ভারতের অলঙ্কার ব্যাবসায়ী নীরব মোদি
ডেইলিইউকেবাংলা নিউজ,যুক্তরাজ্যঃ ভারতে ব্যাংক জালিয়াতির ঘটনায় অভিযুক্ত অলঙ্কার ব্যাবসায়ী নীরব মোদি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।ভারতের পাঞ্জাব ন্যাশলান ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠার পর গত ফেব্রুয়ারি মাস থেকে তিনি আত্মগোপনে ছিলেন।তার আগে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ভারতীয় পুলিশ।নীরব মোদি ভারতের শীর্ষ অলঙ্কার নির্মাতাদের একজন।হলিউড ও বলিউডের অনেক তারকাই তার প্রতিষ্ঠানের গহনা পরেছেন।গত ৮ বছরে তিনি লন্ডন,নিউ ইয়র্ক ও হংকংয়ের মতো শহরে তার প্রতিষ্ঠানের শাখা রয়েছে। তার প্রতিষ্ঠানে মূলত হীরার হার ও কানের দুল নির্মাণ করে থাকে।ব্যবসায় এমন সাফল্যের কারণে তিনি ভারতের শীর্ষ ধনীদের একজন হয়ে ওঠেন।ফোর্বসের হিসাব মতে,তার মোট সম্পদের পরিমাণ ১৭৫কোটি মার্কিন ডলার।
এই বছরের শুরুতে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অভিযোগ তোলে যে, মোদি ও তার চাচা মেহুল চোকসি জালিয়াতি করে ব্যাংকে ২২০ কোটি মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে। ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়,এই দুইজন ব্যাংকের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে অননুমোদিত নিশ্চয়তার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছে। তবে মোদি ও তার চাচা চোকসি এই অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর ভারতে থাকা নীরবের সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।তার ব্যাংক হিসাব ও বিলাসবহুল গাড়িসহ অন্যান্য সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে।ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়,মোদি এখন লন্ডনে অবস্থান করছেন আর সেখানে রাজনৈতিক নির্যাতন থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা করেছেন। যুক্তরাজ্য ও ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃত করা হয়। সূত্র: বিবিসি।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা