প্রথম বিদেশ সফরে যাচ্ছেন হ্যারি-মেগান দম্পতি
ডেইলিইউকেবাংলা নিউজ,যুক্তরাজ্যঃ ব্রিটিশ রাজপরিবারের ডিউক এবং ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল ও প্রিন্স হ্যারির বিয়ের পর অক্টোবরে প্রথম রাজকীয় সফরে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যাচ্ছেন।যুক্তরাজ্যের কেনসিংটন প্যালেস থেকে জানিয়েছে, হ্যারি ও মেগানকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সরকার আমন্ত্রণ জানিয়েছে।সেখান থেকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ফিজি ও টোঙ্গা যাবেন তারা।
অস্ট্রেলিয়ার সিডনিতে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রিন্স হ্যারির প্রতিষ্ঠিত ‘ইনভিকটাস গেমস’ সংগঠনটি চতুর্থতম আসরে নব এই দম্পতি অংশগ্রহণ করবেন। রাজবধূ হিসেবে মেগান তার দায়িত্ব কতটুকু পালন করতে পারেন, এই সফরের মধ্য দিয়ে তার পরীক্ষা হতে যাচ্ছে।
এ নবদম্পতি প্রিন্স হ্যারির বাবা-মায়ের পদচিহ্ন অনুসরণ করেই সফরে যাচ্ছেন। ১৯৮৩ সালে প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়না অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন এবং বিদেশ ভ্রমনে তারা ৪১ দিন দেশের বাইরে ছিলেন। এছাড়া ২০১৪ সালে প্রিন্স উইলিয়াম এবং ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন ১৮ দিন কাটিয়েছিলেন ওই দুই দেশে। বিবিসি
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা