সিলেটে সাত মেয়র প্রার্থীকে প্রতীক বরাদ্দ

ডেইলিইউকেবাংলা নিউজঃ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সাত মেয়র প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।মঙ্গলবার সকালে তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এর মধ্যে দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে লড়বেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।একইভাবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সদ্য সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন দলীয় ধানের শীষ প্রতীকে।এছাড়া নাগরিক কমিটি মনোনীত প্রার্থী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম পেয়েছেন বাস গাড়ী প্রতীক,মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন টেবিল ঘড়ি,ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডা.মোয়াজ্জেম হোসেন পেয়েছেন হাতপাখা প্রতীক,সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর মই ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের প্রতীক পেয়েছেন হরিণ।সকালে নির্বাচন অফিস থেকে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থী ও সমর্থকদের অনেককেই মিছিল নিয়ে তাদের নিজস্ব প্রতীক বরণ করতে দেখা গেছে।নিয়ম অনুযায়ী প্রতীক পাওয়ার পরই আনুষ্ঠানিক প্রচারণা শুরুর কথা রয়েছে।

উল্লেখ্য,রাজশাহী এবং বরিশালের মতো সিলেটেও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার (৯ জুলাই)।এরপর মঙ্গলবার (১০ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন।সবশেষে ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন।
সিলেট

Leave a Reply

More News from সিলেট

More News

Developed by: TechLoge

x