যুক্তরাজ্যে নার্ভ এজেন্ট হামলায় আক্রান্ত নারীর মৃত্যু
ডেইলিইউকেবাংলা নিউজ,যুক্তরাজ্যঃ যুক্তরাজ্যে নার্ভ এজেন্ট হামলায় আক্রান্ত নারীর মৃত্যু হয়েছে। গত মার্চে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ের ওপর একই নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল।নিহত নারী কখন কোথায় এই বিষাক্ত রাসায়নিকে আক্রান্ত হয়েছিলেন তা খোঁজার চেষ্টা করছে যুক্তরাজ্যের সন্তাস দমন কর্মকর্তারা।রবিবার নিহত ব্রিটিশ নারীর নাম ডন স্টুর্জেস।যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলীয় স্যালসবুরি শহরে অজ্ঞাত বস্তুতে আক্রান্ত হয়ে তিনিসহ দুই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর তদন্ত শুরু করে যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী ইউনিটের কর্মকর্তারা।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে,এই দুই ব্যক্তিই নার্ভ এজেন্ট নভিচকে আক্রান্ত হয়েছেন।এই নভিচক দিয়েই কিছুদিন আগে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ের উপর হামলা হয়েছিল।নিহত স্টুর্জেস তিন সন্তানের মা।তার মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে মনে করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
যুক্তরাজ্যের সন্ত্রাসদমন শাখার উচ্চপদস্থ কর্মকর্তা স্কটল্যান্ড ইয়ার্ডের নেইল বসু বলেন,সর্বশেষ ঘটনা এমন ভয়ঙ্কর মোড় নেওয়ার পর আমরা আমাদের তদন্ত দলকে শক্তিশালী করেছি।আমরা এই ভয়ানক,বেপরোয়া ও বর্বর ঘটনায় দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছি।
বাসু সাংবাদিকদের বলেন,স্টুর্জেস ও তার সঙ্গী চার্লি কিভাবে নভিচকের মতো নার্ভ এজেন্ট হামলার শিকার হলেন তা খুঁজে বের করাই আমাদের প্রথম লক্ষ্য।স্নায়ু যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এই বিষাক্ত রাসায়নিক তৈরি করেছিল।রবিবার নিহত ব্রিটিশ নারীর নাম ডন স্টুর্জেস।যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলীয় স্যালসবুরি শহরে অজ্ঞাত বস্তুতে আক্রান্ত হয়ে তিনিসহ দুই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর তদন্ত শুরু করে যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী ইউনিটের কর্মকর্তারা।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে,এই দুই ব্যক্তিই নার্ভ এজেন্ট নভিচকে আক্রান্ত হয়েছেন।এই নভিচক দিয়েই কিছুদিন আগে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ের উপর হামলা হয়েছিল।নিহত স্টুর্জেস তিন সন্তানের মা।তার মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে মনে করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
যুক্তরাজ্যের সন্ত্রাসদমন শাখার উচ্চপদস্থ কর্মকর্তা স্কটল্যান্ড ইয়ার্ডের নেইল বসু বলেন,সর্বশেষ ঘটনা এমন ভয়ঙ্কর মোড় নেওয়ার পর আমরা আমাদের তদন্ত দলকে শক্তিশালী করেছি।আমরা এই ভয়ানক,বেপরোয়া ও বর্বর ঘটনায় দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছি।বাসু সাংবাদিকদের বলেন,স্টুর্জেস ও তার সঙ্গী চার্লি কিভাবে নভিচকের মতো নার্ভ এজেন্ট হামলার শিকার হলেন তা খুঁজে বের করাই আমাদের প্রথম লক্ষ্য।স্নায়ু যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এই বিষাক্ত রাসায়নিক তৈরি করেছিল।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা