বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে এম,সি, কলেজ এক্স-ষ্টুডেন্ট ইউনিয়ন ইউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে এম,সি, কলেজ এক্স-ষ্টুডেন্ট  ইউনিয়ন ইউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ আগস্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি অভিজাত রেষ্টুরেন্টে সংগঠনের পক্ষ থেকে এম,সি, কলেজের সাবেক প্রভাষক জামাল আহমদের সঞ্চালনায় বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে  এ মতবিনিময় সভায়  লিখিত বক্তব্য তুলে ধরেন  এম,সি, কলেজের সাবেক শিক্ষার্থী মকসুদ রহমান।

সম্মানিত সুধিমন্ডলী এবং  সাংবাদিকবৃন্দ , আস্সালামুআলাইকুম,

আমাদের আহবানে সারা দিয়ে আজকের মত বিনিময় অনুষ্টানে উপস্থিত হওয়ার জন্য এম সি কলেজ এক্স- ষ্টুডেন্ট ইউনিয়ন  ইউ কে এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শত বর্ষের ঐতিহ্যবাহী এই কলেজের একজন সাবেক ছাত্র হিসেবে নিজেকে খুবই ধন্য মনে করছি।উপস্থিত আপনারা সকলেই কোননা কোন ভাবে  আমাদের মতো এম সি কলেজের সাথে জড়িয়ে আছেন। অনেকেই হয়তো সেখানে পড়াশুনা করেছেন অথবা আপনাদের নিকটজন সেখানে পড়াশুনা করেছেন।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা,

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর  আমাদের  প্রিয় এম সি কলেজের স্মৃতি আমাদের কে আজও ধুলো দেয়। যুক্তরাজ্যের আনাচে কানাছে ছড়িয়ে থাকা এম সি কলেজের সাবেক হাজার হাজার ছাত্রছাত্রীদের সাথে সেতু বন্দনের লক্ষে সম্প্ৰতি আমরা গঠন করেছি এম সি কলেজ এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন ইউ কে। আপনাদের মাধ্যমে আমরা আমাদের এ প্রিয় সংগঠনটিকে  সমগ্র যুক্তরাজ্য সহ  সারা বিশ্বের বাংলা ভাষাবাসীদের পরিচয় করিয়ে দেয়ার জন্য আপনাদের সার্বিক সহযযোগিতা কামনা করছি।  যুক্তরাজ্যের বিভিন্ন শহরে অবস্থানরত এম সি কলেজের সাবেক শিক্ষার্থীদের সমন্নয়ে গঠিত এ সংগঠনটি দল মত নির্বিশেষে সকলের একটি প্লাটফর্ম। আর এই প্লাটফর্ম এ বিলাতে বসবাসরত এম সি কলেজের সকল সাবেক শিক্ষার্থীদের যোগদানের জন্য বিনীতভাবে আহবান জানাচ্ছি।

প্রিয় বন্ধুগণ,

আমরা প্রায় সকলই উন্নত জীবনের উদ্ধেশ্যে  উচ্চ শিক্ষা কিংবা ব্যবসা বাণিজ্য অথবা পরিবারে সদস্যদের সাথে যোগদানের জন্য পড়া লেখা শেষ করে বিলেতে এসেছি কিন্তু রেখে এসেছি আমাদের অনেক  গৌরবময় স্মৃতি।  আর এই স্মৃতির পাতাকে অম্লান রাখার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের রয়েছে বেশ কিছু গঠন মূলক লক্ষ্য ও উদ্দেশ্য। যদিও এই স্বল্প সময়ে সব গুলো বলা সম্ভব নয় তবুও কিছু এখানে তুলে ধরার চেষ্টা করছি।

একতা, শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড এবং কল্যাণ  এর লক্ষ্যে আমরা নিম্ন লিখিত পদক্ষেপ নিতে চাই :

             এম.সি কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা দেখা করতে পারি, শুভেচ্ছা বিনিময় এবং একসাথে বসতে পারি।

             সমস্ত এম.সি. প্রাক্তন ছাত্র, বর্তমান বা অতীতের ইতিহাস, প্রতিভা, অবদান এবং অর্জনের প্রবর্তন এবং উন্নীত করা।

             সংগঠনের একটি সাংগঠনিক কাঠামো তৈরি করা যেখানে সংগঠন চালানোর জন্য সকল সদস্য স্বাধীনতা, গণতন্ত্র, স্বচ্ছতা ও অন্যান্য সুবিধা ভোগ করতে পারেন।

             সাবেক শিক্ষার্থীদের  জন্য যুক্তরাজ্যে  একটি ক্লাব হাউস প্রতিষ্ঠা  করা

             উপকরণ, জ্ঞান, অর্থ, প্রতিভা ইত্যাদির সাথে এমসি কলেজকে সাহায্য করার জন্য।

             সকলের সাথে আলোচনা সাপেক্ষে ভবিষ্যতে প্রাক্তন শিক্ষার্থীদের জন্যে  একটি ট্রাস্ট তহবিল করা

             প্রতি বছরে যুক্তরাজ্যে অবস্তানরত সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি পুনর্মিলনীর আয়োজন করা। 

সম্মানিত সাংবাদিকবৃন্দ,

পরিশেষে আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের আজকের অনুষ্টানে উপস্তিত হওয়ার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকের অনুস্টানের সংবাদ গুলো  আপনাদের প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার করার বিনীত আহবান এবং সকলের মঙ্গল কামনা করছি।

লিখিত বক্তব্য পরবর্তীতে এম,সি, কলেজ এক্স-স্টুডেন্ট ইউনিয়ন ইউকের গঠন, লক্ষ্য, উদ্দেশ্য ও আগামী পরিকল্পনা নিয়ে  সম্মানিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের কো-অর্ডিনেটর মোহাম্মদ আশরাফুল ইসলাম, মতিউর রহমান রানা, মোঃ মুহিব চৌধুরী, আব্দুর রাকিব, আব্দুল বাছিত বাদশা, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, মুহম্মদ আব্দুল্লাহ সিদ্দিকী ইবনে আম্বিয়া, শাহ মুয়ীজুর রহমান শামীম, মোঃ হুমাযুন কবির মাহিন, ডঃ এম ,এন, আলম, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, জামাল আহমদ, মুসলেহ উদ্দিন আহমদ, মকসুদ রহমান।

সভা শেষে উপস্থিত বাংলা মিডিয়ার সাংবাদিকদের সম্মানার্থে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

 

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x