১৫ই আগষ্ট উপলক্ষে নিউহ্যাম যুবলীগের সভা অনুষ্ঠিত

ডেইলিইউকেবাংলানিউজঃ ১৫ই আগষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নিউহ্যাম যুবলীগের উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় ।

২২আগস্ট বুধবার  সংগঠনের  সভাপতি  শওকত জায়গীরদারের সভাপতিত্তে  আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন যুক্তরাজ্য যুবলীগের  সভাপতি  ফখরুল ইসলাম মধু, সহ-সভাপতি মাহবুব আহমদ, সাধারন সম্পাদক  সেলিম আহমদ খান,  যুগ্ম- সাধারন সম্পাদক জামাল আহমদ খান।

এতে অন্যানের মধ্যে ব্ক্তব্য রাখেন,  যুক্তরাজ্য আওয়ামী শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাছির, যুবলীগ নেতা নবারুন দাস রিপন, দীপংকর তালুকদার, আবুল কালাম আজাদ, কংকন কান্তি ঘোষ, আকলিমা হোসেন, সাজেদুর রহমান মিলন, শোয়েব জায়গীরদার , মেরাজ সরদার,  চিন্ময় রায়,নুর-হোসেন, আওয়াল হাওলাদার, হাসিবুর রহমান, সৈয়দ রুহেল, আব্দুল বারি জনি, মিলন কর্মকার, বকুল ফকির, নাছির উদ্দিন সহ উপস্থিত  নিউহ্যাম যুবলীগের নেতৃবৃন্দ।

সভায়   জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যারা ১৫ই আগষ্ট আত্নীহুতি দিয়েছেন তাদের সবার রুহের মাগফেরাত কামনা করা হয়।  বক্তারা  আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনায় দায়িত্ব দিতে আবারো নৌকায় ভোট দেয়ার  উদাত্ত্ব আহবান জানান।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x