মরহুম সিরাজ মিয়া একজন পরোপকারী- স্বজন মানুষ ছিলেন, ভয়েস ফর নিউহ্যাম (টিভি নিউজ সহ )

ডেইলিইউকেবাংলানিউজঃ ব্রিটেনে বর্নবাদি আন্দোলন সহ বিভিন্ন সামাজিক  আন্দোলনের  অগ্রদূত, বিলেত প্রবাসী বাঙালি কমুনিটির অত্যন্ত সুপরিচিত মূখ, সমাজসেবী,  ভয়েস ফর নিউহ্যামের উপদেষ্টা, সদ্য প্রয়াত সিরাজ মিয়া একজন পরোপকারী -স্বজন গুণী মানুষ ছিলেন।তার উদ্যম কর্মতৎপরতা ও প্রেরণাই তাকে দীর্ঘদিন প্রবাসী বাংলাদেশী সমাজ স্মরণ রাখবে।

৬সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বলন্ডনের ইমপ্রেশন ইভেন্ট হলে মরহুম সিরাজ মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া পূর্ব স্মরণসভায় উপস্থিত ব্যক্তিবর্গ এমন কথা বলেন।

ভয়েস ফর নিউহ্যামের চেয়ারম্যান আশিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া  মাহফিলে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদ, কাউন্সিলর আয়েশা চৌধুরী, কাউন্সিলর মুজিবুর রহমান  জসিম, সাবেক কাউন্সিলর রহিমা রহমান, ওসমান গনি, শাহ মুনিম, আনসার মিয়া , মুবারক আলী, জাহাঙ্গীর খান, শায়েক সওদাগর, মানিকুর রহমান গনি, আবুল মিয়া,  মজির উদ্দিন, পারভেজ কোরেশী,  গোলাম কিবরিয়া, সুফী সুহেল,  দেলোয়ার হুসেন, আফসর পারভেজ, আহবাব মিয়া, মোঃ আব্দুল আউয়াল, জেইন মিয়া, মারফত  মিয়া, তাজ উদ্দিন, সাংবাদিক রাকিব রুহেল, মোঃদেলোয়ার হোসেন, মরহুম সিরাজ মিয়ার ছেলে রাহুল মিয়া ও রায়হান মিয়াএবং আরো অনেকে। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফিজ নাজিম উদ্দিন।

উল্লেখ্যঃ পূর্বলন্ডনের স্টার্টফোর্ডে  বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ মিয়া  গত ৮ আগষ্ট লন্ডনের বার্থ  হাসপাতালে ঋদরোগে আক্রান্ত হয়ে  ইন্তেকাল করেন। তার দেশের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x