প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নিউহ্যাম যুবলীগের প্রস্তুতি সভা (ইউকেবাংলা টিভি নিউজ সহ )

ডেইলিইউকেবাংলানিউজঃ বাংলাদেশের প্রধান মন্ত্রী  শেখ হাসিনা’র যুক্তরাজ্য আগমন উপলক্ষ্যে নিউহ্যাম  যুবলীগের  এক প্রস্তুতি মূলক  সভার আয়োজন করা হয় ।

সংগঠনের সভাপতি শওকত জায়গীরদারের সভাপতিত্বে পূর্বলন্ডনের গ্রিন স্ট্রিটের একটি রেস্টুরেন্টে ১৯ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ  চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লেফটেন্যান্ট  এম এ ওয়াদুদ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সন্মানিত সহ-প্রচার সম্পাদক  লুৎফর রহমান ছায়াদ, ,নিউহ্যাম আওয়ামী লীগের সভাপতি  মোবারক আলী,সাধারন সম্পাদক  আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।

এসময় অন্যানের মধ্যে ব্ক্তব্য রাখেন  মো: আলী জিলু,  তুহিন খান, নবারুন দাস রিপন,,আবুল কালাম আজাদ,কংকন কান্তি ঘোষ,সাজেদুর রহমান মিলন,অর্জুন মান্না রায়,শোয়েব জায়গীরদার ,মেরাজ সরদার,নুর-হোসেন,আওয়াল হাওলাদার,মো: সোহাগ,হাসিবুর রহমান,সৈয়দ রুহেল,আব্দুল বারি জনি,মিলন কর্মকার,বকুল ফকির সহ উপস্থিত  নিউহ্যাম যুবলীগের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আবারো  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  সুযোগ্য উত্তরসূরি  জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করার উদাত্ত্ব আহবান জানান।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x