বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের নেতৃবৃন্দের সদ্য প্রয়াত স্বজদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল (ইউকেবাংলা টিভি নিউজ সহ)

ডেইলিইউকেবাংলা নিউজ।। বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের নেতৃবৃন্দের সদ্য প্রয়াত স্বজদের রুহের মাগফেরাত কামনা ও অসুস্থ্যদের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের সহ-সভাপতি আসুক আহমেদ আসুকের বড় ভাই আব্দুল্লাহ খান বাবুল, সাহিত্য বিষয়ক সম্পাদক শামসুল হক এহিয়ার পিতা  হাজী মোহাম্মদ মোশাহিদ আলী, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা  মিসেস আসমা আলমের পিতl বীরমুক্তিযোদ্ধা আলহাজ কামালউদ্দিন রহমানী, , সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদের বড় ভাই ব্যারিষ্টার আনাউল কাদের  চৌধুরী রউফ ও সভাপতি মোহাম্মেদ নাজিমুদ্দিনের  মাতা এমকে বিবির  রুহের মাগফেরাত  এবং অসুস্থ্য মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস হেনা বেগমের সুস্থ্যতার জন্য মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের কাছে এ দোয়া কামনা করা হয়। এতে ১৫আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল সদস্যদেরও  রুহের মাগফেরাত কামনা করা হয়।

৭ অক্টোবর রবিবার পূর্বলন্ডনের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন যুক্তরাজ্য আওয়ামী ওলামালীগের আহ্বায়ক মাওলানা কুতুব উদ্দিন।  এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের  সভাপতি মোহাম্মেদ নাজিমুদ্দিন, সহ সভাপতি সাজ্জাদুর রহমান চৌধুরী, বদরুজ্জামান বদর, আসুক আহমেদ আসুক,  সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ,  কোষাধ্যক্ষ এম, এ, জলিল, যুগ্ম- সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন,  সাহিত্য বিষয়ক সম্পাদক শামসুল হক এহিয়া, শিশু বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমদ ফয়সল, কার্য্যকরী সদস্য কুতুবুল আলম ও আরো অনেকে।

মাহফিল পরবর্তী এক সাংগঠনিক সভায়ও অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের সভাপতি মোহাম্মেদ নাজিমুদ্দিনের  সভাপতিত্বে ও   সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায়  আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উজ্জাপন যথাযোগ্য মর্যাদায় ২৩ ডিসেম্বর 88-90 Mile End Road Unit F2 London E1 4UN এ  পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x