লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে ‘ওয়ানবাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’এর ডিনার পার্টি (ইউকেবাংলা টিভি নিউজ সহ )
ডেইলিইউকেবাংলা নিউজ।। ব্রিটেনের অন্যতম বাংলা জনপ্রিয় অনলাইন পোর্টাল ওয়ানবাংলা নিউজ এর ফ্রেন্ডসদের নিয়ে গঠিত ‘ওয়ানবাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ এর উদ্যোগে এক ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ অক্টোবর লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত ফাইব এ সাইড ফুটবল টুর্নামেনেটর চ্যাম্পিয়ন দল হিসেবে বিজয়ী ট্রফি লাভ করায় এ ডিনার পার্টির আয়োজন করা হয়।
২৩ অক্টোবর মঙ্গলবার পূর্ব লন্ডনের ফিস্ট এন্ড মিস্টি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ পার্টিতে অংশগ্রহনকারী দল সমূহের ম্যানেজার, অধিনায়ক, সিনিয়র সাংবাদিকগন ও স্পন্সর প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডিনার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা লন্ডন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব সংসদ্যদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় বর্তমান কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানো হয়। বক্তারা প্রেসক্লাবের উদ্যোগে প্রতি বছর এধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের আহবান জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন আগামীতে এর পরিসর আরো বৃদ্ধি পাবে।
ওয়ানবাংলা ফ্রেন্ডস ইউনাইটেড এর ম্যানেজার সিনিয়র সাংবাদিক মোস্তাক আলী বাবুলের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দলের অধিনায়ক আহাদ চৌধুরী বাবু, ওয়ানবাংলানিজের পক্ষে বক্তব্য রাখেন আব্দুর রহিম রঞ্জু, প্রধান সম্পাদক মোহাম্মদ ছোবহান, সম্পাদক জাকির হোসেন কয়েছ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডনবাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, সাবেক সভাপতি মুহিব চৌধুরী, বেলাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, চ্যানেল এস এর নিউজ এডিটর কামাল মেহেদী, বাংলাপোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সাপ্তাহিক সুরমা সম্পাদক আহমেদ ময়েজ, সাপ্তাহিক ইউরো বাংলার সাবেক সম্পাদক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মাসিক দর্পণ সম্পাদক রহমত আলী, কাউন্সিলার সেরোয়ান চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট কাউন্সিলার সামছুল ইসলাম সেলিম, শিক্ষাবিদ জামাল আহমদ, ইউকেবিডি টাইম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, লন্ডনবাংলা প্রেসক্লাবের আইটি সেক্রেটারী সালেহ আহমদ, ইভেন্ট সেক্রেটারী তৌহিদ আহমদ, ইসি মেম্বার ইমরান আহমদ, ব্যবসায়ী শরিফুল ইসলাম, ইক্বরা বাংলা টিভির সিনিয়র সাংবাদিক সুবাশ দাস, এনটিভি ইউকের সিনিয়র সাংবাদিক কয়েছ আহমদ রোহেল, সাংবাদিক আব্দুল বাছিত রফি।
উপস্থিত ছিলেন জেএমজি এয়ার কার্গো মনির আহমদ, প্রেসক্লাব ট্রেজারার আ স মাসুম, সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, টিভিওয়ানের আজহার ভুইয়া, মিসবাহ উদ্দিন, শরিফুজ্জামান, বশির উদ্দিন মাহমুদ, আবুল হাসনাত, সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, এনামুল আহসান তানিম, জুয়েল রাজ, শরিফুজ্জামান, আদনান রশিদ, আফজাল হোসেন, রিজভী, বাহার উদ্দিন, এখলাছুর রহমান পাক্কু, রেজাউল করিম মৃদা ও আরো অনেকে।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা