জিতু মিয়ার ইন্তেকাল, আজ জানাজা

ডেইলিউকেবাংলা: সাউথ লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী- সমাজসেবী গিয়াস উদ্দিন চৌধুরী (জিতু মিয়া) তাঁর মর্ডেনস্থ নিজবাসভবনে  মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল  ৭৬ বছর।

মরহুম গিয়াস উদ্দিন চৌধুরী জিতু মিয়ার  জানাজা আজ বৃহস্পতিবার বাদ  জোহর মর্ডেন ইসলামিক সেন্টার ১১৬ মর্ডান রোড এস,এম ৪ – ৫এ এক্স এ অনুষ্ঠিত হবে।

এতে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় জানাজায়  উপস্থিতি ও দোয়ার জন্য  পরিবারের পক্ষথেকে তাহমিদ চৌধুরী সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x