ভয়েস ফর নিউহ্যামের সভা অনুষ্ঠিত
ডেইলিইউকেবাংলা নিউজঃ লন্ডনের নিউহ্যাম বারায় বসবাসরত বাংলাদেশী ও অন্যান্য অভিবাসীদের নিয়ে গঠিত কল্যানমুলক সংগঠন ভয়েস ফর নিউহ্যাম এর এক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টবর মঙ্গলবার পূর্ব-লন্ডনের স্ট্রাটফোর্ডের রেফাম ওয়েডিং সার্ভিস সেন্টারে সংগঠনের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ হোসেন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, মোহাম্মদ আবুল মিয়া, ফারুক মিয়া, পাভেল সিরাজ, জাহাঙ্গীর আলম, মুজির উদ্দিন, মোহাম্মদ আফসোর মিয়া, শহিদুল আলম চৌধুরী, মোহাম্মদ নওশেদ, নজরুল ইসলাম সিজিল, আব্দুল নূর, আব্দুল মালিক ও আরো অনেকে।
সভায় সংগঠনের বর্ষপূর্তি পালন ও অভিষেক অনুষ্ঠান করার লক্ষ্যে আগামী ২৭ নভেম্বর সংগঠনের কার্যনির্বাহী পরিষদের এক সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাঈদ হোসেন আহমদ সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী