সেলেব্রিটি শেফ সাব্বিরের উদ্যোগে লেবার পার্টির জন্য ফান্ডরাইজিং ডিনার পার্টি
ডেইলিইউকেবাংলা নিউজঃ সেলেব্রিটি শেফ মোসাব্বির করিম সাব্বিরের উদ্যেগে ক্যামডেন টাউন লেবার পার্টির জন্য ফান্ডরাইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে।শনিবার ক্যামডেনের নামাস্তে কিচেন রেষ্টুরেন্টে এই ডিনার পার্টির আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবার পার্টির এমপি কেইর স্টারমার।এই ডিনার পার্টিতে বাংলাদেশী কমিউনিটি সহ লেবার দলের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় মোসাব্বির করিম সাব্বির তার শুভেচ্ছা বক্তব্যে বলেন,দলের জন্য সংগৃহীত এই অর্থ দলকে আরো সংগঠিত ও সদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন।এছাড়া প্রধান অতিথি কেইর স্টারমার এমপি বলেন,আগের চেয়ে বর্তমানে লেবার পার্টি অনেক শাক্তিশালী। তাই আগামীতে ব্রিটেনকে আরো উন্নত রাষ্ট্রে পরিনত করতে লেবার পার্টি বদ্ধপরিকর বলে জানান তিনি।এছাড়া তিনি এই ফান্ড রেইজিং ডিনারের আয়োজককে ধন্যবাদ জ্ঞাপন সহ স্থানীয় লেবার কাউন্সিলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এছাড়া মোসাব্বির করিম সাব্বিরের এক প্রশ্নের জবাবে কেইর স্টারমার জানান,ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেক্টরের স্টাফ সংকট নিরশনের লক্ষ্যে লেবার পার্টি উন্নত পদক্ষেপ গ্রহন করবে।এসময় আরো উপস্থিত ছিলেন,কাউন্সিলর রিচার্ড কট্টন,কাউন্সিলর আব্দুল হাই ,কাউন্সিলর নাদিয়া শাহ , কাউন্সিলর আব্দাল উল্লাহ,মো: কোরেশি,এস এম আলাউদ্দিন,জালাল উদ্দিন এবং আহাদ চৌধূরী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি বর্গ পরিশেষে মোসাব্বির করিম সাব্বির ফান্ড রেইজিং এর অর্থ কেইর স্টারমার এমপি হাতে তুলে দেন ।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী