তারেক রহমানের বক্তব্যের নিন্দা জানিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিবাদ সভা (ইউকেবাংলা টিভি নিউজ সহ )
ডেইলিউকবাংলানিউজঃ লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি যুক্তরাজ্য যুবদলের সভায় অসত্য, মিথ্যা ও বিভ্রান্তকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করে এ বক্তব্যের নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
৫ নভেম্বর সোমবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশের বাইরে পলাতক সাজাপ্রাপ্ত আসামী সভা, সমাবেশ করে মিথ্যা, বানোয়াট বক্তব্য রাখছে। কোন সভ্য সমাজে রাজনৈতিক দলের দায়িত্বে থাকা কারও কাছ থেকে এমন হীন ভাষা এবং অসম্মানজনক বাক্য আশা করা যায়না না।
প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, তারেক রহমান মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত ও ২১শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দন্ডিত লন্ডনে পলাতক আসামী। একজন সাজাপ্র্রাপ্ত আসা্মী কিভাবে এমন কথা বলেন। তারেক রহমানের জানা উচিত কার সম্পর্কে কিভাবে কথা বলতে হয়।এতে রাজনৈতিক শিষ্ঠাচার বহিভূত কথাবার্তা বন্ধ করার আহবান জানানো হয় । তারেক রহমান রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অসত্য মিথ্যা বানোয়াট কথা বলেছেন। তারেকের বক্তব্য এসব ক্রিমিনাল অফেন্স। আ্মরা আইনীভাবেও এর মোকাবেলা করবো।
সমাবেশ থেকে এ ধরনের অশ্রাব্য বাক্যবান বন্ধের আহবান জানিয়ে প্রতিবাদ সমাবেশ থেকে তারেক রহমানের এরকম বক্তব্য বন্ধ না হলে জনগণকে সাথে নিয়ে এর কঠোর জবাব দেয়া হবে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়.। যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি শামসুদ্দিন আহমদ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সমাবেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি জালাল উদ্দিন, মোজাম্মেল আলী, যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক আব্দুল আহাদ চৌধুরী ও আরো অনেকে ।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা