বিশ্বনাথ ফাউন্ডেশন ইউকে’র কমিটি গঠিত

ডেইলিইউকেবাংলানিউজঃ আর্থ সামাজিক উন্নয়ন, এলাকার দারিদ্র বিমোচন এবং প্রবাসে বিশ্বনাথ উপজেলাবাসীদের  সাথে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে  গঠিত সংগঠন  বিশ্বনাথ ফাউন্ডেশন ইউকে’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এ  উপলক্ষে  ৬ই নভেম্বর  মঙ্গলবার পূর্ব লন্ডনের  হোয়াট চ্যাপলের  একটি রেস্টুরেন্টে  অনুষ্টিত  সভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান। বিশিষ্ট ব্যবসায়ী  মনির আহমদ ও  শামসাদুর রহমান রাহীনের যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায়  বিশ্বনাথ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটি গঠন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে  আলোচনা করা হয়।

আলোচনায় অংশনেন  মনির উদ্দিন বশির, স্বজ্জুল আলী, ব্যারিস্টার আব্দুস শহীদ, প্রফেসর ফরিদ আহমদ, ফারুক মিয়া, কাউন্সিলর সিরাজুল ইসলাম জে.পি, মোহাম্মদ মোজাহিদ আহমদ লিটন, শাহ শাহিদুন নূর ইসলাম এবং মিরন মিয়া।

সভায় সর্ব সম্মতিক্রমে  বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  মুহিবুর রহমানকে সভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ ফাউন্ডেশন ইউ.কে’র এক্সিকিউটিভ কমিটির নাম গঠিত হয় ।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: সহ-সভাপতি মনির উদ্দিন বশির,  সাইফুল আলম, ফরিদ আহমদ, মোহাম্মদ সাজ্জাদুর রহমান, ফারুক মিয়া। সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির আহমদ, সহ-সাধারণ সম্পাদক শামসাদুর রহমান রাহীন, মোহাম্মদ মোজাহিদ আহমদ লিটন, ট্রেজারার কাউন্সিলার সিরাজুল ইসলাম জে.পি, সহ- ট্রেজারার শাহ শাহিদুন নূর ইসলাম, সাংগঠনিক সম্পাদক সায়েক আহমদ, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান, গ্রন্থনা এবং প্রকাশনা সম্পাদক মঈন উদ্দিন আনছার, শিক্ষা এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রফেসর বাবরুল হোসাইন বাবুল, ক্রীড়া সম্পাদক স্বপন শিকদার, ধর্ম বিষয়ক সম্পাদক এম. এ. গাফ্ফার, এক্সিকিউটিভ মেম্বার্স: হাজী মোহাম্মদ সুনু মিয়া, নজরুল ইসলাম, ফারহান মাসুদ খান, ব্যারিস্টার আব্দুস শহীদ, আতিকুর রহমান সনম, মিরন মিয়া, গুলজার খান, মোহাম্মদ মহব্বত শেখ, আব্দুস শহীদ,  সবজুল আলী, জাকির হোসেন কয়েছ, এস.এন. আলম নাহিন, সাইফুল ইসলাম রানা।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x