১৬ ডিসেম্বর উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের প্রস্তুতিমূলক সভা(ইউকেবাংলা টিভি নিউজ সহ )

আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। আসন্ন  ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে  বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের  এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ নভেম্বর রবিবার পূর্ব লন্ডনের এসেক্সের নিজস্ব কার্য্যালয়ে সংগঠনের সভাপতি মোহাম্মেদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায়  সংগঠনের সহ-সভাপতি শাহ আলম কামালী , সাজ্জাদুর রহমান চৌধুরী , আসুক আহমেদ , কামাল হোসেইন , বদরুজ্জামান বদর , রাবেয়া জামান জুৎসনা , যুগ্ম সম্পাদক শাহানুর চৌধুরী , রাজিয়া রহমান , সহ-সাংগঠনিক সম্পাদক , ইমাম হোসেন , কোষাধক্ষ্য আব্দুল জলিল , মহিলা বিষয়ক সম্পাদক নাজরাতুন নাঈম , শিশু বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ ফয়সাল , এমরান আলী , ফায়েদ আহমেদ ও আরো অনেকে উপস্থিত  ছিলেন, l

সভায়  আগামী  ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের  মাধ্যমে ২৩ডিসেম্বর পূর্ব লন্ডনের ইস্ট এন্ড ইভেন্টস হল  88-90 Mile End Road Unit F2 London E1 4UN এ  পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সকলের উপস্থিতি কামনা করা হয়।

এদিকে আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  আবারো প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করতে, নিজ নিজ এলাকার ভোটারদের নিয়ে নৌকা প্রতিকের বিজয়কে নিশ্চিত করতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের সভাপতি মোহাম্মেদ নাজিমুদ্দিন, সহ-সভাপতি শাহ আলম কামালী , সাজ্জাদুর রহমান চৌধুরী , রাবেয়া জামান জুৎসনা , যুগ্ম সম্পাদক শাহানুর চৌধুরী , রাজিয়া রহমান , কোষাধক্ষ্য আব্দুল জলিল ,  শিশু বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ ফয়সালসহ অনেকে দেশে যাচ্ছেন।

দেশে গমনেচ্ছু নেতৃবৃন্দ   একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে  দেশে বিদেশে অবস্থানরত  বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী  সর্বস্থরের  জনসাধারণের  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x