নিউপোৰ্ট ইসলামীক কালচ্যারাল সেন্টারের ঈদে মিলাদুন্নবী ও আলোচনা সভা
হারুন-অর রশীদ।। নিউপোৰ্ট ইসলামীক কালচ্যারাল সেন্টারের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ,মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২০ নভেম্বর মঙ্গলবার শাহপরান মসজিদ মিলনায়তনে আলোচনা সভা সেন্টারের চেয়ারপারসন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন-অর রশীদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মৌলানা জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্টিত হয় ৷ এতে বক্তব্য রাখেন,সেন্টারের ট্রাস্টী ও সাবেক কাউন্সিলার মজাদুল হোসাইন নুনু, সেন্টারের ভাইস চেয়ারপার্সন মোঃ বেলায়াত হোসাইন খান, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ আনহার মিয়া, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির আহমদ ও হাফিজ শরীফুল আলম ও আরো অনেকে ।
পরে সাফল্যকামী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ৷
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী