লন্ডনে যোগদান করেছেন নতুন হাই কমিশনার মুনা তাসনিম
ডেইলিইউকেবাংলা: লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম কর্মস্থলে যোগদান করেছেন। তিনি ৩০ নভেম্বর শুক্রবার বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে লন্ডনস্থ কর্মস্থলে যোগদান করেন । মিস তাসনিমই প্রথম কোন নারী কূটনীতিক, যিনি ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনারের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করলেন। তিনি পূর্ববর্তী হাই কমিশনার নাজমুল কাওনাইনের স্থলাবিশিক্ত হয়েছেন।
লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ জুলকার নাঈন ও হাইকমিশনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং মানচেস্টার ও বার্মিংহামের সহকারি হাই কমিশনারদ্বয় নতুন হাই কমিশনার মুনা তাসনিমকে হিথ্রো বিমান বন্দরে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
লন্ডনে দায়িত্ব নেয়ার আগে মুনা তাসনিম থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে গত ২৬ নভেম্বর সোমবার লন্ডন এসে পৌঁছালে বৃটেনের বৈদেশিক ও ফরেন অফিসের একজন সিনিয়র প্রতিনিধি এবং লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নাঈন, হাইকমিশনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং মানচেস্টার ও বার্মিংহামের সহকারি হাই কমিশনারদ্বয় নতুন হাই কমিশনারকে হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দরে স্বাগত জানান।
পেশাদার কূটনীতিক সাঈদা মুনা তাসনিম বিসিএস ১১তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯৩ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন। এর আগে তিনি নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ ও বহিঃপ্রচার অণুবিভাগের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন।
সাঈদা তাসনিম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা থেকে ১৯৮৮ সালে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে শুক্রবার যোগ দিয়েছেন সাঈদা মুনা তাসনিম। তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে প্রথম নারী হাইকমিশনার। বিদায়ী হাইকমিশনার নাজমুল কাওনাইনের স্থলাভিষিক্ত হলেন তিনি।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী