ড. মোমেনের সমর্থনে লন্ডনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভা : উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন(ইউকেবাংলা টিভি নিউজ সহ )

আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। মর্যাদাশীল নির্বাচনী আসন পূর্ণভুমি সিলেট -১‘য়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি ড. এ কে আব্দুল মোমেন এর সমর্থনে লন্ডনে এক  নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ ডিসেম্বর সোমবার বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউ কের উদ্যোগে  পূর্ব  লন্ডনের একটি  ইভেন্ট হলে   সংগঠনের  সভাপতি ফেরদৌস শেরদিলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলামের পরিচালনায় এ সভা অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন মোহাম্মদ জালাল আহমদ। স্বাধীনতা যুদ্ধ , ৭৫ আগস্টে বঙ্গঁবন্ধু ও তার পরিবার , চার জাতীয় নেতা  ও গনতান্ত্রিক আন্দোলনে  সকল শহীদদের স্বরনে এবং তাঁদের  আত্মার  মাগফেরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

এ সভায়অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি বেগম হুসনে আরা মতিন , যুক্তরাজ্য আওয়ামীলীগের কার্যনির্বাহী  সদস্য মোহাম্মদ আশরাফুল ইসলাম , আওয়ামীলীগ নেতা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য আব্দুল কাদির চৌধুরী মুরাদ ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সাংগাঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হক হেলাল , যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ  ছাদ , শ্রমিকলীগের সাধারন সম্পাদক এস এম ইকবাল হোসেন , লন্ডন মহানগর আওয়ামীলীগের আহবাব মিয়া , নর্থ লন্ডন আওয়ামীলীগের সহ সভাপতি ইমরান আহমদ ,যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খান , লন্ডন মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক যুবায়ের আহমদ , বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউ কের যুগ্ম সম্পাদক নুর আহমদ কিনু , মোয়াজ্জম হোসেন মজনু , সহ সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিকু , সৈয়দ বেলাল আহমদ , বঙ্গবন্ধু ফাউন্ডেশন সেইন্ট আলবানসের সভাপতি আব্দুল লতিফ সাহেদ , সাধারন সম্পাদক মোহাম্মদ মোক্তার আলী , সাবেক ছাত্রনেতা নজরুল হক ,গোলাম মোস্তফা , সাহাবুদ্দিন আহমদ , প্রিন্সিপাল মাওলানা মাহমুদ হোসেন ( লংলী হুজুর ), শাহেদ আলী , সোহেল আহমদ ,আব্দুল গণি , সাহিন আহমদ , জাহেদ আহমদ ও আরো অনেকে । অনুষ্টানে বঙ্গবন্ধুর উপর স্বরচিত কবিতা পাঠ করেন কবি নজরুল ইসলাম।

সভায় বক্তারা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে  সিলেট বাসীর যোগ্য প্রার্থী ড. মোমেন সহ  সারাদেশে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনার  হাত কে শক্তিশালী করে তুলতে  সকলের প্রতি আহবান জানানো হয়. ।

এদিকে নির্বাচনে  নৌকার পক্ষে কাজ করতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক , সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা মোহাম্মদ আনোয়ারুল হক হেলালের নেতৃত্বে বিপুলসংখ্যক  নেতৃবৃন্দ আগামী সাপ্তাহে বাংলাদেশে যাচ্ছেন ।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x