নৌকার প্রচারণায় দেশে যাচ্ছেন যুবনেতা জুবায়ের

ডেইলিইউকেবাংলা।। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্টিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগজ্ঞ -৩ ( জগন্নাথপুর-দক্ষিণ সুনামগজ্ঞ ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিমন্ত্রী এম এ মান্নান এর নির্বাচনী প্রচারনায় অংশ নিতে মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরছেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ।

দেশে যাবার প্রাক্ষালে যুবনেতা জুবায়ের বলেন, এবারের নির্বাচন অতীত নির্বাচন গুলোর চাইতে খুবই গুরত্বপূর্ণ। বাংলাদেশের ভবিষৎ নির্ভর করে এই নির্বাচনের উপর। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে জননেত্রী শেখ হাসিনার ভবিষৎ পরিকল্পনা গুলো তুলে ধরতে চাই।

এম এ মান্নান একজন যোগ্য,সৎ, দক্ষ ও কর্মঠ জননেতা। তাঁর নেতৃত্বে আমাদের ভাঠী এলাকা উন্নয়নের নতুন মাত্রা পেয়েছে উল্লেখ করে জুবায়ের বলেন, সুনামগঞ্জ জেলাকে একটি আধুনিক ও উন্নত জেলায় রুপান্তরিত করতে আগামী নির্বাচনে তাঁকে বিপূল ভোটে জয়লাভ করাতে হবে। এজন্য তিনি সবাইকে নৌকা মার্কার সমর্থনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান ।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x