সংসদ নির্বাচন প্রচারণা সভা ও সফলতার বার্তা ম্যাগাজিন প্রকাশনা করেছে যুক্তরাজ্য আওয়ামীলীগ ( ইউকেবাংলা টিভি প্রতিবেদন সহ )

আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ  নির্বাচন উপলক্ষে  প্রচারণা সভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত ১০ বছররের সফলতার বার্তা সকলের কাছে  তুলে ধরতে  উন্নয়ন  ও সমৃদ্ধির পথে বাংলাদেশ, গ্রাম হবে শহর নামে  ম্যাগাজিন প্রকাশনা করেছে যুক্তরাজ্য আওয়ামীলীগ।

১০ ডিসেম্বের সোমবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে সংগঠনের  সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে  ও   যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরীর পরিচালনায় সভায়  বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা শামছুদ্দিন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সহ সভাপতি জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সাজ্জাদ মিয়া, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, আওয়ামীলীগ নেতা আ স ম মিজবাহ, সারব আলী, রবীন পাল, আনসারুল হক, দেওয়া গৌছ সুলতান, জামাল আহমদ খান,আলীমুজ্জামান, নিউহ্যাম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, এসেক্স আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমুদ্দিন, যুবলীগের সাধারন সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্ম সম্পাদক জামাল খান, স্বেচ্ছাসেবক লীগের ছাদ আহমদ ছাদ, মহিলা আওয়ামী লীগের আঞ্জুমনোয়ারা আঞ্জু, শাহীনা আক্তার, সাজিয়া সুলতান স্নিগ্ধাসহ  আওয়ামীলীগ  ও এর  অঙ্গসংগঠনের অনেক নেতৃবৃন্দ।

সভায় প্রকাশিত ম্যাগাজিনটি সম্পাদনা করেছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কবি, সাংবাদিক শাহ শামীম আহমেদ। এতে দেশের ১৫ টি ম্যাগা প্রকল্প এবং উন্নয়নের তুলনামুলক চিত্র তুলে ধরা  হয়েছে। সভায়  প্রবাসীদের আগামী নির্বাচনে বাংলাদেশে গিয়ে নৌকা মার্কার  প্রচারণা ও বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x