আজ ব্যারিস্টার চৌধুরী রউফের ১ম মৃত্যু বার্ষিকী

ডেইলিইউকেবাংলা : আজ  মরহুম আলহ্বাজ ব্যারিস্টার ডক্টর আনাউল কাদির চৌধুরী রউফের ১ম মৃত্যু বার্ষিকী। ২০১৭ সালের ২০ ডিসেম্বর এদিনে বাংলাদেশ থেকে লন্ডনে আসার পথে বাংলাদেশ বিমানের অভ্যন্তরে হার্টএটাকে আক্রান্ত হয়ে তিনি  ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

আইনপেশায় নিয়োজিত পূর্ব লন্ডনের  নিউরোডের চৌধুরী নামে পরিচিত চৌধুরী রউফ পপলারের কৃপস্ট্রিট এলাকায় বসবাস করতেন। তাঁকে  ৩জানুয়ারী ২০১৮ বুধবার বাদ জোহর  ইস্ট লন্ডন মসজিদে নামাজে জানাজা শেষে সিডকাপস্থ টাওয়ার হ্যামলেটস্ কবরস্থানে সমাহিত করা হয়।

মরহুম আলহ্বাজ ব্যারিস্টার ডক্টর আনাউল কাদির চৌধুরী রউফ ছিলেন বিলেতের পরিচিত মুখ  সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদের বড় ভাই। এদিকে সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ তাঁর বড়  ভাই মরহুম আলহ্বাজ ব্যারিস্টার ডক্টর আনাউল কাদির চৌধুরী রউফের মৃত্যু বার্ষিকীতে  মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের  কাছে দোয়া  চেয়েছেন।

মরহুম আলহ্বাজ ব্যারিস্টার ডক্টর এনাউল কাদির চৌধুরী রউফের দেশের বাড়ী বিয়ানীবাজার উপজেলার শেওলা /চারখাই দেউলগ্রাম দলই’র বাড়ী।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x