বিলেতে একমাত্র চব্বিশ ঘণ্টার রেডিও বেতার বাংলার ৮ম বর্ষপূর্তি উদযাপন
ডেইলিইউকেবাংলা রিপোর্টঃ বিলেতে একমাত্র চব্বিশ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার করা রেডিও বেতার বাংলা তাদের ২৪ ঘন্টা সম্প্রচারের ৮ম বর্ষপূর্তি উদযাপন করলো নিউহামে স্থানান্তরিত নতুন স্টুডিওতে।
৪ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় নিজস্ব স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম ও নিউহাম বারা কাউন্সিলের নির্বাহী মেয়র রোকশানা ফায়াজ।
এসময় তারা বলেন, বেতার বাংলার এই প্রয়াস ভিন দেশে বাংলা কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরার ফলে আজ নতুন প্রজন্ম বাংলার ইতিহাস-ঐতিহ্য এবং গানের সাথে তারা পরিচিত হচ্ছে । অনুষ্ঠানের শুরুতেই বেতার বাংলার নির্বাহী পরিচালক নাজিম চৌধুরী অতিথিদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন । এসময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিগন লাইভ অনইয়ার কথা বলেন। অনুষ্ঠানটির উপস্থাপনা ছিলেন বেতার বাংলার পরিচালক মোস্তাক বাবুল ও প্রেজেন্টার সাবিয়া কামালী।
এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলার এনামুল হক, কাউন্সিলার ব্যারিস্টার নজির আহমদ, কাউন্সিলার ফারুক চৌধুরী, কাউন্সিলার ব্যারিস্টার খালেদ নূর, কাউন্সিলার শেরোয়ান চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, সাপ্তাহিক পত্রিকা সম্পাদক এমদাদুল হক চৌধুরী, বাংলা পোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, বেতার বাংলার চেয়ারম্যান ড. আব্দুল আউয়াল, বেতার বাংলার পরিচালক তারিক বাট, বেতার বাংলার পরিচালক সহ বেতার বাংলার প্রেজেন্টার ও স্রোতা ফোরামের সদস্য এবং কমিউনিটি নেতৃবৃন্দ ।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী