শ্যাডওয়েল ওয়ার্ডের উপ-নির্বাচনে লেবার পার্টির নমিনেশন পেলেন আশিক রহমান
আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। টাওয়ার হেমলেট বারার শ্যাডওয়েল ওয়ার্ডের উপ-নির্বাচনে লেবার পার্টির কাউন্সিলর হিসেবে নমিনেশন পেয়েছেন আশিক রহমান। ৯জানুয়ারি দলের অভ্যন্তরীণ ভোটে তিনি এ মনোনয়ন লাভ করেন।
লেবার দলের মনোনয়ন লাভের পর আশিক রহমান পার্টির সকল সদস্য,সমর্থক ও হিতাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান। বিয়ানীবাজার উপজেলার তৈবুর রহমানের ছেলে আশিক রহমানের গ্রামের নিবাস দাসউরা (শেখর বাড়ী) ।
সম্প্রতি নির্বাচিত হওয়ার মাত্র ৭ মাসের মাথায় টাওয়ার হ্যামলেটসে ক্ষমতাসীন লেবার পার্টির দুজন কাউন্সিলার পদত্যাগ করেছেন। এরা হলেন লেন্সবারী ওয়ার্ডের কাউন্সিলার মোহাম্মদ হারুন এবং শ্যাডওয়েল ওয়ার্ডের কাউন্সিলার রুহুল আমিন। ফলে নতুন বছরের শুরুতেই আগামী ৭ ফেব্রুয়ারী টাওয়ার হ্যামলেটসের দুটি ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।
উল্লেখ্য, গত বছরের মে মাসে অনুষ্ঠিত টাওয়ার হ্যামলেটসের নির্বাচনে মোট ৪৫টি কাউন্সিলার পদের মধ্যে লেবার পার্টি থেকেই রেকর্ডসংখ্যক ৪২ জন নির্বাচিত হন। বাকী ৩ জনের মধ্যে কনজারভেটিব থেকে ২ জন এবং পিপলস এলায়েন্সের ১ জন নির্বাচিত হন।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী