শ্যাডওয়েল ওয়ার্ডের উপ-নির্বাচনে লেবার পার্টির নমিনেশন পেলেন আশিক রহমান

আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। টাওয়ার হেমলেট বারার  শ্যাডওয়েল ওয়ার্ডের উপ-নির্বাচনে লেবার পার্টির কাউন্সিলর হিসেবে নমিনেশন পেয়েছেন আশিক রহমান।  ৯জানুয়ারি দলের অভ্যন্তরীণ ভোটে তিনি এ মনোনয়ন লাভ  করেন।

লেবার দলের মনোনয়ন লাভের পর আশিক রহমান পার্টির সকল সদস্য,সমর্থক ও হিতাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান।  বিয়ানীবাজার উপজেলার তৈবুর রহমানের ছেলে আশিক রহমানের গ্রামের নিবাস  দাসউরা  (শেখর বাড়ী) ।

সম্প্রতি নির্বাচিত হওয়ার মাত্র ৭ মাসের মাথায় টাওয়ার হ্যামলেটসে ক্ষমতাসীন লেবার পার্টির দুজন কাউন্সিলার পদত্যাগ করেছেন। এরা হলেন লেন্সবারী ওয়ার্ডের কাউন্সিলার মোহাম্মদ হারুন এবং শ্যাডওয়েল ওয়ার্ডের কাউন্সিলার রুহুল আমিন। ফলে নতুন বছরের শুরুতেই আগামী ৭ ফেব্রুয়ারী টাওয়ার হ্যামলেটসের দুটি ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।

উল্লেখ্য, গত বছরের মে মাসে অনুষ্ঠিত টাওয়ার হ্যামলেটসের নির্বাচনে মোট ৪৫টি কাউন্সিলার পদের মধ্যে লেবার পার্টি  থেকেই রেকর্ডসংখ্যক ৪২ জন নির্বাচিত হন। বাকী ৩ জনের মধ্যে কনজারভেটিব থেকে ২ জন এবং পিপলস এলায়েন্সের ১ জন নির্বাচিত হন।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x