৫২বাংলা টিভির ২য় বর্ষপূর্তি ও এওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন
আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। জাকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো বিশ্বায়নে বাংলা শিরোনামে ৫২বাংলা টিভির ২য় বর্ষপূর্তি ও এওয়ার্ড অনুষ্ঠান।
২৫ ফেব্রুয়ারি সোমবার পূর্বলন্ডনের একটি কমিউনিটি হলে ৫২ বাংলা অনলাইন টিভির প্রধান সম্পাদক ফারুক যোশীর সূচনা বক্তব্য ও সম্পাদক আনোয়ারুল ইসলাম অভির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথির মধ্যে বক্তব্য রাখেন লন্ডনবাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, কমিউনিটি ব্যক্তিত্ব হাবিব রহমান, বিশ্বখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডঃ আহমদ শফি।
সভায় দুজন গুনী ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা,লেখক – সাংবাদিক ইসহাক কাজল ও শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ আফসার উদ্দিন কে সম্মাননা প্রদান করা হয়।
সৃজনশীল এঅনুষ্ঠানে সাংবাদিক , সাহিত্যিক, রাজনীতিবিদসহ গুণী ব্যক্তিবর্গ ঊপস্থিত ছিলেন।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী