শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত (with ukbangla tv news)

আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।।  শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের বার্ষিক সাধারণসভা ৪ মার্চ সোমবার পূর্বলন্ডনের জিএস সি’র কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে  সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিলের সাবেক সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার ও বিশেষ অতিথি হিসেবে ক্যামডেন কাউন্সিলের সাবেক মেয়র ফারুক আনসারী, সংগঠনের উপদেষ্টা সৈয়দ মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় লন্ডনবাংলাপ্রেসক্লাবের সহ- সভাপতি ব্যারিস্টার তারেক  চৌধুরীকে উপদেষ্টা মন্ডলীর সদস্য, এডভোকেট মীর গোলাম মোস্তফাকে সভাপতি, আব্দুল আহাদ সুমনকে সাধারন সম্পাদক , সেলিম চৌধুরীকে কোষাধ্যক্ষ , জালাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক   করে ২০১৯- ২০২১ সালের জন্য  ২১ সদস্য বিশিষ্ট একটি কার্য্যকরী কমিটি গঠন করা হয়।  ইউকেবাংলা  টিভি নিউজ  লন্ডন।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x