২য় বারের মতো অনুষ্ঠিত হলো টাওয়ার হ্যামলেট স্পিকার’স চ্যারেটি কারী ইভিনিং
আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। আশাব্যঞ্জক সাড়া নিয়ে ২য় বারের মতো অনুষ্ঠিত হলো টাওয়ার হ্যামলেট স্পিকার’স চ্যারেটি কারী ইভিনিং। লন্ডনের প্রায় ১৪টি বারার সিভিক মেয়রসহ কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এচ্যারেটি কারী ইভিনিংয়ে আরোহিত অর্থ বয়স্ক মানুষসহ সমাজের কল্যানে ব্যয় করা হবে।
১৯ মার্চ মঙ্গলবার পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে এই চ্যারেটি ডিনারে স্পিকার ডরসেট কমিউনিটি সেন্টার, স্পোটিং ফাউন্ডেশন, সেন্ট হিলডাস ইস্ট কমিউনিটি সেন্টার ও দি লাইম হাউজ প্রজেক্টের জন্য অর্থ সংগ্রহ করেন। এই প্রতিষ্ঠানগুলি বয়স্ক মানুষদের সেবা প্রদান, খেলাধুলাসহ মানবিক কাজের সাথে জড়িত।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্পীকার আয়াস মিয়া। পরে বিভিন্ন কাউন্সিল থেকে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস।
কারী ইভিনিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্কিং এন্ড ডেগেন হামের মেয়র কাউন্সিরার সানচায়া আলাসিয়া, ব্রেন্ট কাউন্সিলের মেয়র, কাউন্সিলার আরশাদ মাহমুদ, ব্রমলি কাউন্সিলের মেয়র কাউন্সিলার কিম বুটিং, ক্রয়ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলার র্বানাডিট্রি খান, হেকনি কাউন্সিলের স্পীকার কাউন্সিলার ক্লার পোটার, হার্ভিং কাউন্সিলের মেয়র দিলিপ পেটেল, হিলিংডন কাউন্সিলের মেয়র কাউন্সিলার জন মর্গান, হান্সলো কাউন্সিলের মেয়র কাউন্সিলার সামিয়া চৌধুরী, লেমবাথ কাউন্সিলের মেয়র কাউন্সিরার ক্রিস্টপার ওয়েলবিলাভ, লুইশহাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলার জেক পাসোড, মলিভেলি কাউন্সিলের মেয়র কাউন্সিলার জাহাঙ্গীর হক, সুইন্ডন কাউন্সিলের মেয়র জুনাব আলী, ওয়ালথাম ফরেস্ট কাউন্সিলের মেয়র কাউন্সিলার সেলি লিটিলজন।অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা