টি ১০ ইউকে বাংলা মিডিয়া কাপ নিয়ে মতবিনিময়
ডেইলিইউকেবাংলাডটকম ।। যুক্তরাজ্যের বাংলা মিডিয়া কর্মীদের নিয়ে দ্বিতীয়বারের মত অনুষ্টিত হতে যাচ্ছে ইউকে বাংলা মিডিয়া কাপ। গত বছরের সফলতার পর এবার আরো বেশি সংখ্যক দলের অংশ গ্রহন আশা করছে টুর্নামেন্টের মূল আয়োজক ক্যানারি ওয়ার্ফগ্রুপ। আগামী ২৯ জুন ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। এতে বিভিন্ন মিডিয়া হাউজগুলি তাদের নিজেস্ব সংবাদ কর্মী অথবা অন্যান্য বাংলা মিডিয়া কর্মরতদের নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ রাখা হয়েছে।
১৯ এপ্রিল শুক্রবার লন্ডন বাংলা প্রেসক্লাবে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়েএক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় আয়োজক কমিটির সদস্য মোসতাক বাবুলের পরিচালনায় এবারের টুর্নামেন্টের বিভিন্ন দিক নিয়ে স্বাগত বক্তব্য রাখেন আয়োজকদের মধ্যে অন্যতম ক্যানারী ওয়্যার্ফ গ্রুপের এসোসিয়েট ডিরেক্টর জাকির খান। তিনি সাংবাদিকদের জানান জুন মাসের ২৯ তারিখ শনিবার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দল নিবন্ধনের শেষ তারিখ মে মাসের পনের তারিখ ।
লন্ডনের বাংলা মিডিয়া একক বা দুই তিনটি হাউজ মিলে একটা দল গঠন করতে পারবে। টি /১০ ফরমেটে টেপ টেনিসে খেলা অনুষ্ঠিত হবে। এবারের টুর্নামেন্ট আয়োজনে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহযোগিতায় এবং লন্ডন ক্রিকেট লীগের সার্বিক ব্যবস্থাপনায় সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দেবার অঙ্গিকার করেন আয়োজকরা ।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারন সম্পাদক মোহাম্মদ যুবায়ের, স্পন্সরদের মাঝ থেকে মুনির আহমেদ, নাজিম উদ্দিন, সাফিউল আলম রোকন, আবু সুফিয়ান,নাহিদ নেওয়াজ রানা এবং মুহিব চৌধুরী। উল্লেখ্য প্রথম মিডিয়া কাপ ক্রিকেটের শিরোপা লাভ করেছিল এটিএন বাংলা ইউকে এবং রানারস আপহয়েছিল বেতার বাংলা লন্ডন।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী