ক্যাফে গ্রীলের স্বত্বাধিকারী নাছিম আহমদের মৃত্যু: ইউকেবাংলা পরিবারের শোক
ডেইলিইউকেবাংলাডটকম : গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ইউকে’র সভাপতি নাছিম আহমদ ৭ মে মঙ্গলবার লন্ডন সময় বিকাল ৫.২১ মিনিটের সময় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫২ বছর।
নাছিম আহমদ গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ১ কন্যা সন্তান, স্ত্রী এবং অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পিতা সালাউদ্দিন ফারুক ঢাকাদক্ষিণ ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন।
পূর্ব লন্ডনের বাংলা টাউন ব্রিকলেনে অবস্থিত ক্যাফে গ্রিল রেস্টুরেন্টের স্বত্বাধিকারী, ব্রিটেনে সকলের প্রিয় ব্যক্তি ও সদালাপি নাছিম আহমদের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
নাছিম আহমদ ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ সহ সভাপতি হিসেবে ২বার দায়িত্ব পালন করেন। সভাপতি হিসাবে দায়িত্ব পালন কালে ঢাকাদক্ষিণ এলাকায় সংস্থার পক্ষ থেকে অনেক গুলো উন্নয়ন মুলক কাজ সম্পন্ন করেছেন। সংস্থার পক্ষ থেকে গোলাপগঞ্জ টেকনিক্যাল কলেজের ভূমি ক্রয়েও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
এদিকে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্য নাছিম আহমদের মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টইউকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান, ডেইলিইউকেবাংলাডটকম পরিবারের পক্ষথেকে সম্পাদক প্রকাশক আব্দুল কাদির চৌধুরী মুরাদ গভীরশোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। সেসাথে মরহুম নাছিম আহমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌস নসীবে মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের কাছে প্রার্থনা করেছেন।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী